TRENDING:

শ্রীলঙ্কা বিস্ফোরণে শুধু দায় স্বীকার নয়, আত্মঘাতী জঙ্গিদের ছবি ও নাম প্রকাশ করল আইএস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেরুত:  শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের দু’দিন পরে এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন ৷ সংগঠনের এএমএকিউ নামের সংবাদসংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে৷ মঙ্গলবার এই নিউজ এজেন্সির তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ৷
advertisement

তবে শুধুই দায় স্বীকার করে থেমে থাকেনি এই জঙ্গি সংগঠন ৷ প্রকাশ্যে এনেছে এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের নাম ও ছবিও ৷ আইএস জঙ্গি সংগঠনের তরফ থেকে এই জঙ্গি হামলায় যারা যুক্ত ছিলেন, আবু উবাইদা, আবু আল মুখতার, আবু খলিল, আবু হামজা, আবু আল বাররা, আবু মহম্মদ ও আবু আবদুল্লা৷

advertisement

গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এই নিয়ে মোট ৪০ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার প্রশাসন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বিস্ফোরণে নিহতের মধ্যে ১০ জন ছিলেন ভারতীয় নাগরিক ৷

advertisement

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন---

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

Islamic State Claims Responsibility For Bombings in Sri Lanka, Releases Photo of Attackers

বাংলা খবর/ খবর/বিদেশ/
শ্রীলঙ্কা বিস্ফোরণে শুধু দায় স্বীকার নয়, আত্মঘাতী জঙ্গিদের ছবি ও নাম প্রকাশ করল আইএস