পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এই যুগল। এ কারণে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। আমির-হাকিকির বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে।
এ জন্য তাঁদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। তেহরানের আজাদি টাওয়ারের সামনে নেচেছিলেন আমির-হাকিকি। দ্য গার্ডিয়ানের খবর, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় গত বছরের নভেম্বরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
হাকিকি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।যদিও আমির-হাকিকির এই নাচের ভিডিওর সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই; তারপরও তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দুই পরিবার অবশ্য চেষ্টা চালাচ্ছে যুগলকে উদ্ধার করার। আইনজীবি লাগানো হয়েছে।