TRENDING:

প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে

Last Updated:

Iranian couple filmed dancing at Azadi Tower sent to jail for 10 years. প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তেহরান: যত কান্ড ইরানে। দেশ জুড়ে বিক্ষোভ এখনও পুরোপুরি থামেনি। শুরু হয়ে গেল নতুন বিতর্ক। গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ। সরকারও বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়ায় অনেককেই কারাদণ্ড দেওয়া হয়। নিহত হন কয়েক শ মানুষ। ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে আলোচনায় এসেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগ্‌দত্তা আসতিয়াজ হাকিকি (২১)।
নেচে জেল হেফাজত যুগলের, যত কান্ড ইরানে
নেচে জেল হেফাজত যুগলের, যত কান্ড ইরানে
advertisement

পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এই যুগল। এ কারণে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। আমির-হাকিকির বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে।

advertisement

এ জন্য তাঁদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। তেহরানের আজাদি টাওয়ারের সামনে নেচেছিলেন আমির-হাকিকি। দ্য গার্ডিয়ানের খবর, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় গত বছরের নভেম্বরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হাকিকি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার।যদিও আমির-হাকিকির এই নাচের ভিডিওর সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই; তারপরও তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দুই পরিবার অবশ্য চেষ্টা চালাচ্ছে যুগলকে উদ্ধার করার। আইনজীবি লাগানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল