ট্রাম্প-মুনির সাক্ষাতের পরই এবার নাম না করে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়ে রাখল ইরান৷ এ দিন পাক সেনাপ্রধানের হোয়াইট হাউজ যাত্রা নিয়ে প্রশ্ন করা হয় নয়াদিল্লির ইরান দূতাবাসের ডেপুটি চিফ জাভেদ হোসেইনিককে৷ জবাবে ইরানের ওই কূটনীতিক স্পষ্ট জানান, ইজরায়েলের সঙ্গে তাঁদের চলতি সংঘাতে যদি কোনও তৃতীয় শক্তি নাক গলায় তাহলে সেই দেশকে তার চরম মাশুল দিতে হবে৷
advertisement
হোসেইনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও তৃতীয় শক্তি যুদ্ধে নাক গলায় তাহলে তার ফল হবে মারাত্মক৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে ইরানের কোনও ভুল বোঝাবুঝি নেই৷ বরং ভবিষ্যতে দু দেশের মধ্যে আরও বোঝাপড়া বাড়বে বলেই আশা করে তেহরান৷
আরও পড়ুন: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি
তবে পশ্চিমী দুনিয়ার দেশগুলি ইজরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ করেছেন ইরানের ওই কূটনীতিক৷ জি৭-এর সদস্য দেশগুলির বিরুদ্ধেও একই অভিযো রাষ্ট্রপুঞ্জের পরমাণু নজরদারি শাখা আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি আইএইএ-ও ইজরায়েলের কথায় চলে বলে অভিযোগ করেছেন ইরানের ওই কূটনীতিক৷
দু দিন আগেই ইরানের এক সামরিক কর্তা দাবি করেছিলেন, ইজরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাকিস্তান ইজরায়েলে পরমাণু বোমা ফেলবে৷ যদিও পাকিস্তান ইরানের এই দাবিকে নাকচ করে দেয়৷ তার পর পরই ট্রাম্পের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ রক্ষা করতেন যান পাক সেনাপ্রধান৷ বিষয়টি যে তারা ভাল ভাবে নেয়নি, তা বুঝিয়ে দিল ইরান৷