TRENDING:

পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক ইরানের! উদ্ধার অপহৃত ২ সেনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: ফের পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক। ভারত নয়, এবার পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করল ইরান ৷ খবর অনুযায়ী, ইরানের IRGC বা ইরান রেভোলিউশনারি গার্ডপাকিস্তানে ঢুকে তাদের ২ সেনাকে উদ্ধার করে নিয়ে যায় ৷ ২০১৮ সালে ১২ জন অপহৃত সেনার মধ্যে এই দু’জন সামিল ছিলেন ৷ পাকিস্তানের ভিতর গুপ্তচরের তথ্যের ভিত্তিতে এই অপারেশন করা হয়েছে ৷
advertisement

দক্ষিণ-পূর্ব ইরানের IRGC গ্রাউন্ড ফোর্সের তরফে এই বয়ান জারি করে এই বিষয়ে জানানো হয়েছে ৷ জঙ্গি সংগঠন জঈশ-অল-অদলের তরফে প্রায় আড়াই বছর আগে এই দু’জন সেনাকে বন্দি করে রাখা হয় ৷ তাদের বাঁচানোর জন্য এই অপারেশন করা হয় ৷ পাকিস্তানে ঢুকে এই দুই সেনাকে উদ্ধার করে ইরানে সুরক্ষিত ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৬ অক্টোবর ২০১৮ সালে দুই দেশের সীমান্ত থেকে IRGC ১২ জন গার্ডকে অপহরণ করে এই জঙ্গি সংগঠন ৷ তাদের সকলকে বালুচিস্তানে রাখা হয়েছিল ৷ এরপর দুই দেশের সেনা আধিকারিকদের একটি জয়েন্ট কমিটি তৈরি করা হয় এবং ১২ জন সেনার মধ্যে ৫জনকে ছেড়ে দেওয়া হয় ৷ নভেম্বর ২০১৮ সালে ৫ জনকে ছেড়ে দেওয়ার পর ২১ মার্চ ২০১৯ সালে আরও ৪ সেনাকে ছেড়ে দেওয়া হয় ৷ কেবল দু’জনকে আটক করে রাখা হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক ইরানের! উদ্ধার অপহৃত ২ সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল