ইরানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, গত ১ মে ওই তিন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল৷ এর পর অপহরণকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে দক্ষিণ তেহরানের শহর ভারামিন থেকে ওই তিন জন ভারতীয়কে উদ্ধার করে ইরান পুলিশ৷
অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে এসেছিলেন তিন ভারতীয়৷ সেখানে স্থানীয় একটি পর্যটন সংস্থা তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বলে খবর৷ যেদিন তাঁরা তেহরানে পা দেন, সেদিনই ওই তিন ভারতীয়কে অপহরণের অভিযোগ পেয়েছিল ইরান পুলিশ৷ গত ২৯ মে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তিন ভারতীয়ের অপহরণের অভিযোগটি তারা তদন্ত করে দেখছে৷ ইরানের বিদেশমন্ত্রক এবং পুলিশ বিভাগ এ নিয়ে সমন্বয় রেখে কাজ করছে বলেই জানানো হয়৷
advertisement
অপহৃত ওই তিন ভারতীয় হলেন পঞ্জাবের সাংগ্রুরের বাসিন্দা হুসানপ্রীত সিং, এসবিএস নগরের বাসিন্দা যশপাল সিং এবং হোসিয়ারপুরের বাসিন্দা অমৃতপাল সিং৷ তাঁদের পরিবারের অভিযোগ ছিল, অপহরণের পর ওই তিন ভারতীয়ের মুক্তিপণ চেয়ে যোগাযোগ করে অপহরণকারীরা৷ এমন কি, অপহৃত তিন জনের হাত পা বাঁধা অবস্থায় ছবি এবং ভিডিও পাঠানো হয়৷ যেখানে অপহৃত তিন ভারতীয়ের শরীরে কাটা দাগ এবং আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল৷
অপহৃতদের মধ্যে একজন হুসানপ্রীত সিংয়ের মায়ের অভিযোগ, অস্ট্রেলিয়া পৌঁছে দেওয়ার নাম করে তাঁর ছেলের থেকে এক এজেন্ট মোটা টাকা নিলেও শেষ পর্যন্ত কুখ্যাত ডাঙ্কি রুট দিয়ে তাঁকে ইরানে পাঠানো হয়৷ তিন ভারতীয়কে উদ্ধারের জন্য তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়৷