TRENDING:

Operation Sindhu: ইজরায়েলের সঙ্গে সংঘাত চরমে, তার মধ্যেই শুধু ভারতের জন্য আকাশপথ খুলে দিল ইরান! বড় সাফল্য নয়াদিল্লির

Last Updated:

নিউ দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ জাভেদ হোসেনি জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে ইরানের সরকারি বিমানসংস্থা মাহান এয়ারও বিশেষ বিমান পরিষেবা শুরু করবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েলের সঙ্গে আকাশপথে সংঘাতের মধ্যেই আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ উদ্যোগ নিল ইরান৷ ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল তেহরান৷
ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা ইরানের৷ ছবি- রয়টার্স
ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা ইরানের৷ ছবি- রয়টার্স
advertisement

ইরান, ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দুই দেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার৷ আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে তেহরানও ভারতীয় বিদেশমন্ত্রকের সঙ্গে সমন্বয় রাখছে৷

নিউ দিল্লিতে ইরানের দূতাবাসের ডেপুটি চিফ জাভেদ হোসেনি জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে ইরানের সরকারি বিমানসংস্থা মাহান এয়ারও বিশেষ বিমান পরিষেবা শুরু করবে৷ বেশ কয়েকটি পর্যায়ে ইরানে আটকে থাকা ভারতীয়দের বের করে আনা হবে৷

advertisement

তিনি জানিয়য়েছেন, প্রথমে ইরানে আটকে থাকা ভারতীয়দের একটি নিরাপদ জায়গায় এনে রাখা হচ্ছে৷ তার পর তাঁদের বিমানে করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ ভারতীয়দের উদ্ধার করতে মাহান এয়ারের তিনটি বিমান বরাদ্দ করা হয়েছে৷ ইরানের ওই কূটনীতিক বলেন, আমাদের আকাশসীমা বন্ধ রয়েছে৷ কিন্তু ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে৷

এই মুহূর্তে ইরানে অন্তত ১০ হাজার ভারতীয় রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই পড়ুয়া৷ এদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১০০০ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা সম্ভব হয়েছে৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতীয়দের নিরাপদে উদ্ধারে সহযোগিতা করার জন্য তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন৷ এখনও পর্যন্ত যা খবর, ইরানের মাশাদ থেকে নয়াদিল্লি পর্যন্ত এই বিমানগুলি চালানো হবে৷ বুধবারই আর্মেনিয়া হয়ে বেশ কিছু ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেছে নয়াদিল্লি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Operation Sindhu: ইজরায়েলের সঙ্গে সংঘাত চরমে, তার মধ্যেই শুধু ভারতের জন্য আকাশপথ খুলে দিল ইরান! বড় সাফল্য নয়াদিল্লির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল