ইরানে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ২২৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। এছাড়াও ইজরায়েলের হামলায় আহত হযেছেন ১২৫৭ জন।
ইরানের দূতাবাস সূত্রে দাবি করা হয়েছে, যথন ইরান আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত নিয়ম-নীতি নিয়ে আলোচনা করছিল তখনই হামলা চালিয়েছে ইরান। ইরান আইনি ভাবেই এই হামলার যথাযথ এবং যোগ্য জবাব দিয়েছে। তবে ইজরায়েলের এই হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি যাতে নিন্দা জানায় এবং প্রতিরোধের ব্যবস্থা করে তারও দাবি জানিয়েছে ইরান।
advertisement
শুধু তাই নয়, ইরানের দাবি ইজরায়েল নিয়ম না মেনেই পরমাণু অস্ত্র বানিয়েছে। আত্মরক্ষার্থে ইজরায়েলের সেনাঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং যুদ্ধের জন্য ইজরায়েলকেই দায়ী করেছে ইরান। বারবার সীমান্ত এবং সর্বভৌমত্ব লঙ্ঘন করে প্রতিবেশি দেশগুলিতে হামলা চালায় ইরান, এমনটাই দাবি তুলেছে ইরানের দূতাবাস। ইরান এবং ইজরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্য যুদ্ধে অস্থিরতা তৈরির পাশাপাশি বিশ্ব জুড়ে পেট্রোপণ্যের দামবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।