TRENDING:

Israel Iran conflict: ইজরায়েলের আক্রমণে মৃ*ত্যুমিছিল তেহরানে! কত জনের মৃত্যু, ক্ষয়ক্ষতিই বা কত? বিবৃতি দিয়ে জানাল ইরান

Last Updated:

Israel Iran conflict: ‍ইরান এবং ইজরাযেলের সংঘর্ষে সরগরম মধ্যপ্রাচ্য। ইরানে পরমাণু অস্ত্র মজুত করা নিয়ে হামলা এবং পাল্টা হামলা চালিয়েছিল ইজরায়েল এবং ইরান। ইজরায়েলের হামলায় ইরানের কী পরিমাণ ক্ষতি হয়েছে বিবৃতি দিয়ে জানাল নয়াদিল্লির ইরান দূতাবাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‍ইরান এবং ইজরাযেলের সংঘর্ষে সরগরম মধ্যপ্রাচ্য। ইরানে পরমাণু অস্ত্র মজুত করা নিয়ে হামলা এবং পাল্টা হামলা চালিয়েছিল ইজরায়েল এবং ইরান। ইজরায়েলের হামলায় ইরানের কী পরিমাণ ক্ষতি হয়েছে বিবৃতি দিয়ে জানাল নয়াদিল্লির ইরান দূতাবাস।
ইরানের কত ক্ষয়ক্ষতি?
ইরানের কত ক্ষয়ক্ষতি?
advertisement

ইরানে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ২২৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। এছাড়াও ইজরায়েলের হামলায় আহত হযেছেন ১২৫৭ জন।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মৃতদেহের ব্যাগে ওটা কী? যা বেরোল… শিউরে উঠলেন আত্মীয়রা! কী ভাবে মিলবে দেহ?

ইরানের দূতাবাস সূত্রে দাবি করা হয়েছে, যথন ইরান আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত নিয়ম-নীতি নিয়ে আলোচনা করছিল তখনই হামলা চালিয়েছে ইরান। ইরান আইনি ভাবেই এই হামলার যথাযথ এবং যোগ্য জবাব দিয়েছে। তবে ইজরায়েলের এই হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি যাতে নিন্দা জানায় এবং প্রতিরোধের ব্যবস্থা করে তারও দাবি জানিয়েছে ইরান।

advertisement

আরও পড়ুন: ইঞ্জিন বিকল বা পাখি নয়, একটা কারণেই বিমান দুর্ঘটনা! গোপন তথ্য ফাঁস বিমান বিশেষজ্ঞের, বিরাট মোড়

শুধু তাই নয়, ইরানের দাবি ইজরায়েল নিয়ম না মেনেই পরমাণু অস্ত্র বানিয়েছে। আত্মরক্ষার্থে ইজরায়েলের সেনাঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ইরান। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং যুদ্ধের জন্য ইজরায়েলকেই দায়ী করেছে ইরান। বারবার সীমান্ত এবং সর্বভৌমত্ব লঙ্ঘন করে প্রতিবেশি দেশগুলিতে হামলা চালায় ইরান, এমনটাই দাবি তুলেছে ইরানের দূতাবাস। ইরান এবং ইজরায়েলের যুদ্ধে মধ্যপ্রাচ্য যুদ্ধে অস্থিরতা তৈরির পাশাপাশি বিশ্ব জুড়ে পেট্রোপণ্যের দামবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran conflict: ইজরায়েলের আক্রমণে মৃ*ত্যুমিছিল তেহরানে! কত জনের মৃত্যু, ক্ষয়ক্ষতিই বা কত? বিবৃতি দিয়ে জানাল ইরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল