প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশাসন সতর্ক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: ইরানকে ধ্বংস করতে যুদ্ধে যোগ আমেরিকার! ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘আমি যে কী করব…’
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইরান। আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘাতে তৈরি আলপাইন-হিমালয়ান বেল্টে অবস্থিত হওয়ায় প্রায়ই ভূকম্পনের শিকার হয় দেশটি। গড় হিসেবে প্রতিবছর ইরানে প্রায় ২১০০টি ভূমিকম্প ঘটে, যার মধ্যে ১৫-১৬টি ৫.০ মাত্রার বেশি হয়ে থাকে।
advertisement
সম্প্রতি, ১৯ জুন রজাভি খোরাসান প্রদেশের কাশমার শহরের কাছে ৪.২ মাত্রার ভূমিকম্প হয় এবং ১৭ জুন বুশেহর প্রদেশের বোরাজজান শহরের কাছে আরও একটি একই মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
এই নতুন ভূমিকম্পটি এমন এক সময়ে ঘটল যখন ইরান এবং ইজরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সামরিক স্তরে ইরান এখন সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সময় এই ভূরাজনৈতিক সংঘাত আরও গভীর আকার নিতে পারে।
দেশটির ভূমিকম্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল নাগরিককে সাবধান থাকার নির্দেশ দিয়েছে এবং পুনরায় ভূকম্পনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।