TRENDING:

Iran on Ceasefire With Israel: কোনও চুক্তি হয়নি, ট্রাম্পের ঘোষণার পর মুখ খুলল ইরান! সংঘর্ষবিরতি মানতে কী শর্ত দিল তেহরান?

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং ইরান৷ ফলে গত ১২ দিন ধরে চলতে থাকা সংঘাত এবার থামবে বলে দাবি করেছিলেন ট্রাম্প৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইজরায়েল যদি স্থানীয় সময় ভোর চারটের মধ্যে আকাশপথে হামলা বন্ধ করে, তাহলেই সংঘর্ষবিরতি মানবে ইরান৷ সংঘর্ষবিরতি মানা নিয়ে এভাবেই নিজেদের অবস্থান জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘছি৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংঘর্ষবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি৷
কী শর্ত চাপাল তেহরান?
কী শর্ত চাপাল তেহরান?
advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইজরায়েল এবং ইরান৷ ফলে গত ১২ দিন ধরে চলতে থাকা সংঘাত এবার থামবে বলে দাবি করেছিলেন ট্রাম্প৷ সংবাদসংস্থা রয়টার্স দাবি করেছিল, আমেরিকার প্রস্তাব পেয়ে ইরানের নেতৃত্বের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানি৷ তাঁর প্রস্তাবেই রাজি হয় তেহরান৷

advertisement

আরও পড়ুন: ঘোষণা করলেন ট্রাম্প, যুদ্ধ বন্ধের আসল কৃতিত্ব অন্য এক দেশের! কার কথায় সংঘর্ষবিরতিতে রাজি হল ইরান?

ইরানের বিদেশমন্ত্রী আরাঘাছি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এখনও পর্যন্ত সংঘর্ষবিরতি অথবা সামরিক কার্যকলাপ বন্ধ রাখা নিয়ে কোনও চুক্তি হয়নি৷ তবে যদি তেহরানের স্থানীয় সময় ভোর চারটের মধ্যে ইজরায়েল ইরানের মানুষের উপরে বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমাদেরও আর প্রত্যাঘাত করার ইচ্ছে নেই৷ সামরিক কার্যকলাপ বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে৷’

advertisement

তবে এর পরে করা একটি পোস্টে সংঘর্ষবিরতি মানার ইঙ্গিত দেন ইরানের বিদেশমন্ত্রী৷ তিনি জানান, ‘ইজরায়েলকে শাস্তি দিতে ঠিক ভোর চারটে পর্যন্ত সামরিক অভিযান চালায় আমাদের সশস্ত্র বাহিনী৷ ইরানের মানুষের সঙ্গে আমিও আমাদের সশস্ত্র বাহিনীকে শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মাটিকে রক্ষা করার জন্য অভিনন্দন জানাই৷ তারা শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুপক্ষের আক্রমণের জবাব দিয়েছে৷’

advertisement

১২ দিন ধরে ধুন্ধুমার যুদ্ধের পর ইজরায়েল এবং ইরান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে বলে সোমবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কীভাবে সংঘর্ষবিরতি মানবে দুই দেশ, নির্ঘণ্ট ধরে তা বিস্তারিত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি দাবি করেছেন, ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ পুরোপুরি শেষ হবে৷

তবে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেও সংঘর্ষবিরতি নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইজরায়েল৷ বরং মঙ্গলবার ভোর পর্যন্ত তেহরান সহ ইরানের অন্যান্য শহরে বোমাবর্ষণ চালিয়ে গিয়েছে ইজরায়েল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran on Ceasefire With Israel: কোনও চুক্তি হয়নি, ট্রাম্পের ঘোষণার পর মুখ খুলল ইরান! সংঘর্ষবিরতি মানতে কী শর্ত দিল তেহরান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল