TRENDING:

Iran Attacks Israel: লেবাননে রক্তক্ষয়ী হানায় নিহত ৮ ইজরায়েলি সেনা, পশ্চিম এশিয়ার আকাশে ক্রমেই জটিল আশঙ্কার মেঘ

Last Updated:

Iran Attacks Israel:হেজবোল্লাহ-র তরফে দাবি করা হয়েছে লেবাননের দক্ষিণ সীমান্তের আদায়সেহ গ্রামে অনুপ্রবেশ করার চেষ্টার সময় ইজরায়েলি বাহিনীকে বাধা দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জেরুজালেম: লেবাননে গ্রাউন্ড অপারেশনে তাদের ৮ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। প্রসঙ্গত গাজায় হামলার বর্ষপূর্তির ঠিক আগেই লেবাননে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা। সেই অভিযানে এই প্রথম তাঁদের সেনাবাহিনীতে প্রাণহানি হল বলে দাবি কর্তৃপক্ষের। তাদের ওয়েবসাইটে ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে বুধবার তাদের ২২ বছর বয়সি ক্যাপ্টেন এইতান ইতঝাক ওস্টার প্রথমে প্রাণ হারিয়েছেন। তার পর মৃত্যু হয়েছে আরও ৭ জনের। হেজবোল্লাহ-র তরফে দাবি করা হয়েছে লেবাননের দক্ষিণ সীমান্তের আদায়সেহ গ্রামে অনুপ্রবেশ করার চেষ্টার সময় ইজরায়েলি বাহিনীকে বাধা দেওয়া হয়েছে।
গত কয়েক দিন লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী
গত কয়েক দিন লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী
advertisement

পশ্চিম এশিয়ার আকাশে ক্রমেই জটিল হচ্ছে মেঘ। ‘আত্মরক্ষার অধিকার’-এর নামে একের পর এক দেশে হামলা চালাচ্ছে ইজরায়েল। গত কয়েক দিন লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। সেই দেশের সীমান্তবর্তী গ্রামগুলি অধিকার করার লক্ষ্যে সমর ট্যাঙ্কের সাহায্যে স্থল অভিযান শুরু করেছে ইজরায়েল। পাশাপাশি চলছে আকাশপথে হানাও। বিশ্ব জুড়ে নিন্দা তীব্র হওয়ার পরও ইজরায়েলের হুমকি, হামলার তীব্রতা আরও বাড়বে।

advertisement

আরও পড়ুন : তৃতীয়ায় ঘনাচ্ছে নিম্নচাপ! বোধনের আগেই ভারী বৃষ্টি একাধিক জেলায়! পুজোয় কেমন থাকবে কলকাতার ওয়েদার? জানুন

অন্যদিকে ইজরায়েলের হামলার পাল্টা জবাবে মঙ্গলবার থেকেই ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজরায়েলের ভূখণ্ডে। ইরানের সেনাবাহিনীর দাবি, ইজরায়েলে এর মধ্যেই ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলার পর ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট হুমকি, ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Attacks Israel: লেবাননে রক্তক্ষয়ী হানায় নিহত ৮ ইজরায়েলি সেনা, পশ্চিম এশিয়ার আকাশে ক্রমেই জটিল আশঙ্কার মেঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল