পশ্চিম এশিয়ার আকাশে ক্রমেই জটিল হচ্ছে মেঘ। ‘আত্মরক্ষার অধিকার’-এর নামে একের পর এক দেশে হামলা চালাচ্ছে ইজরায়েল। গত কয়েক দিন লেবাননে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। সেই দেশের সীমান্তবর্তী গ্রামগুলি অধিকার করার লক্ষ্যে সমর ট্যাঙ্কের সাহায্যে স্থল অভিযান শুরু করেছে ইজরায়েল। পাশাপাশি চলছে আকাশপথে হানাও। বিশ্ব জুড়ে নিন্দা তীব্র হওয়ার পরও ইজরায়েলের হুমকি, হামলার তীব্রতা আরও বাড়বে।
advertisement
আরও পড়ুন : তৃতীয়ায় ঘনাচ্ছে নিম্নচাপ! বোধনের আগেই ভারী বৃষ্টি একাধিক জেলায়! পুজোয় কেমন থাকবে কলকাতার ওয়েদার? জানুন
অন্যদিকে ইজরায়েলের হামলার পাল্টা জবাবে মঙ্গলবার থেকেই ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করেছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজরায়েলের ভূখণ্ডে। ইরানের সেনাবাহিনীর দাবি, ইজরায়েলে এর মধ্যেই ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলার পর ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট হুমকি, ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে।