কিন্তু সম্প্রতি বাসি মাছকে টাটকা বলে চালানোর এমন এক অভিনব কায়দা আবিষ্কার করলেন এক বিক্রেতা যাতে তাঁর সৃজনীশক্তির তারিফ না করলেই নয়!
ঘটনাটি ঘটেছে কুয়েতে । এক মৎস্য ব্যবসায়ী তাঁর গুদামের বাসি মাছকে 'টাটকা’ করতে মাছগুলিতে নকল চোখ মানে ‘গুগলি আই’ লাগান। বোঝার উপায় ছিল না মাছগুলো পচা ! ক্রেতারা দিব্য বোকা বনে গিয়ে দেদার মাছ কিনে চলেছিলেন। কিন্তু একজন ক্রেতার সন্দেহ হয়। তিনি মাছের চোখ ধরে টানতেই বেরিয়ে আসে নকল চোখ। বাকি ক্রেতাদের মুখে তখন রা-টিও কাটছে না! এরপর, পুলিশে খবর দেন ক্রেতারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে বিক্রেতাকে পাকড়াও করেন । তাঁর দোকানও 'সিল' করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন- নিজেকে জীবন্ত কঙ্কাল বানালেন ২২ বছরের যুবক, কেটে ফেললেন অর্ধেক নাক, কান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2018 8:55 AM IST