TRENDING:

Indonesia Stadium Stampede: ফুটবল ম্যাচে হার, মাঠে ঢুকে সমর্থকদের দৌরাত্ম্য, পদপিষ্ট হয়ে মৃত ১২৭, আহত ১৮০ও বেশি

Last Updated:

বিআরআই লিগা-১ এই ঘটনার পর এক সপ্তাহের জন্য সমস্ত ম্যাচ স্থগিত করেছে৷ যাতে এই হিংসার ঘটনা আরও বাড়াবাড়ি না হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বালি: ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২৭ জন নিহত এবং বহ আহত হয়েছেন৷ শনিবার রাতে পূর্ব জাভার মালাং রিজেন্সির কাঞ্জুরুহান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা-১ এর ফুটবল ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। পূর্ব জাভায় পুলিশ প্রধান নিকো আফিন্তা সাংবাদিকদের বলেন, আরেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। হেরে যাওয়া দল আরেমার সমর্থকরা মাঠে ঢুকে তোলপাড় শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়৷ এতেই হুড়োহুড়ি পড়ে যায়৷ এতে পদপিষ্ট হয় বহু মানুষ এবং শ্বাসরোধের মতো ঘটনাও ঘটে।
advertisement

নিকো আফিন্তা এক বিবৃতিতে বলেন, 'এই পদপিষ্ট হয়ে ২ পুলিশ কর্তাসহ ১২৭ জন মারা গিয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মালাংয়ের স্টেডিয়ামে লোকজন দৌড়া দৌড়ি করছে এবং বডি ব্যাগের ছবি।

ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) শনিবার গভীর রাতে একটি বিবৃতি জারি করে বলেছে, 'পিএসএসআই কাঞ্জুরুহান স্টেডিয়ামে আরেমা সমর্থকদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। আমরা দুঃখিত. আমরা নিহতদের পরিবার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল পক্ষের কাছে ক্ষমাপ্রার্থী। এ জন্য পিএসএসআই তাৎক্ষণিক একটি তদন্ত দল গঠন করে।

advertisement

আরও পড়ুন বাবা-মায়ের অমতে 'বড়দের' ওয়েবসাইটে ছবি, মাসে আয় প্রায় ২৭ লক্ষ টাকা! রইল মেয়ের ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

বিআরআই লিগা-১ এই ঘটনার পর এক সপ্তাহের জন্য সমস্ত ম্যাচ স্থগিত করেছে৷ যাতে এই হিংসার ঘটনা আরও বাড়াবাড়ি না হয়৷ এবং আরও আহত বা মৃতের ঘটনা না ঘটে৷ আরেমা এফসি দলকেও এই মৌসুমের বাকি সময় আয়োজন থেকে নিষিদ্ধ করা হয়েছে। লিগের মালিক PT LIB-এর প্রেসিডেন্ট ডিরেক্টর আখমাদ হাদিয়ান লুকিতা বলেন, “PSSI-এর সভাপতির নির্দেশ পেয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আইনি প্রক্রিয়াকে সম্মান করার জন্য এটি করছি এবং PSSI তদন্ত করার জন্য অপেক্ষা করছি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indonesia Stadium Stampede: ফুটবল ম্যাচে হার, মাঠে ঢুকে সমর্থকদের দৌরাত্ম্য, পদপিষ্ট হয়ে মৃত ১২৭, আহত ১৮০ও বেশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল