নিকো আফিন্তা এক বিবৃতিতে বলেন, 'এই পদপিষ্ট হয়ে ২ পুলিশ কর্তাসহ ১২৭ জন মারা গিয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মালাংয়ের স্টেডিয়ামে লোকজন দৌড়া দৌড়ি করছে এবং বডি ব্যাগের ছবি।
ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) শনিবার গভীর রাতে একটি বিবৃতি জারি করে বলেছে, 'পিএসএসআই কাঞ্জুরুহান স্টেডিয়ামে আরেমা সমর্থকদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। আমরা দুঃখিত. আমরা নিহতদের পরিবার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল পক্ষের কাছে ক্ষমাপ্রার্থী। এ জন্য পিএসএসআই তাৎক্ষণিক একটি তদন্ত দল গঠন করে।
আরও পড়ুন বাবা-মায়ের অমতে 'বড়দের' ওয়েবসাইটে ছবি, মাসে আয় প্রায় ২৭ লক্ষ টাকা! রইল মেয়ের ছবি
বিআরআই লিগা-১ এই ঘটনার পর এক সপ্তাহের জন্য সমস্ত ম্যাচ স্থগিত করেছে৷ যাতে এই হিংসার ঘটনা আরও বাড়াবাড়ি না হয়৷ এবং আরও আহত বা মৃতের ঘটনা না ঘটে৷ আরেমা এফসি দলকেও এই মৌসুমের বাকি সময় আয়োজন থেকে নিষিদ্ধ করা হয়েছে। লিগের মালিক PT LIB-এর প্রেসিডেন্ট ডিরেক্টর আখমাদ হাদিয়ান লুকিতা বলেন, “PSSI-এর সভাপতির নির্দেশ পেয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আইনি প্রক্রিয়াকে সম্মান করার জন্য এটি করছি এবং PSSI তদন্ত করার জন্য অপেক্ষা করছি।