বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকা এক ভারতীয় মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সি নিখোঁজ ভারতীয় মহিলা নিকিতা গোদিশলার মৃতদেহ মেরিল্যান্ডে তাঁর প্রাক্তন প্রেমিকের অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছে। তাঁর শরীরে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় নিকিতার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে হাওয়ার্ড কাউন্টি পুলিশ।
advertisement
আরও পড়ুন– ফের পারদ পতনের পূর্বাভাস ! কোথায় কত কমবে তাপমাত্রা? জেনে নিন
পুলিশ জানাচ্ছে, নিকিতা গদিশালা পেশায় একজন ডেটা অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট । থাকতেন এলিকট সিটি, হাওয়ার্ড কাউন্টি এলাকায়। ৩১ ডিসেম্বর, নববর্ষের আগের রাতে তিনি নিখোঁজ হন। ঘটনার পর ২ জানুয়ারি স্থানীয় পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই। পুলিশকে তিনি জানান, ৩১ ডিসেম্বর শেষবার নিকিতাকে তিনি নিজের অ্যাপার্টমেন্টে দেখেছিলেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তদন্তে। পুলিশ জানায়, যেদিন নিখোঁজ ডায়েরি করেন, সেদিনই অর্জুন শর্মা আমেরিকা ছেড়ে ভারতে পালিয়ে যান। ফলে সন্দেহ আরও গভীর হয়। তদন্তকারীরা মনে করছেন, খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করতেই তিনি দেশত্যাগ করেন।
আরও পড়ুন– হাড় কাঁপানো শীতের মাঝেই বড় ভূমিকম্প অসমে ! কম্পনের মাত্রা ৫.১
হাওয়ার্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত খুনের কোনও নির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি। তদন্ত চলছে এবং অভিযুক্তকে খুঁজে বার করতে ফেডারাল আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।
