TRENDING:

Living in Honda City: কোটিপতি থেকে আজ গৃহহীন, পোষ্য সারমেয়দের নিয়ে দুবাইয়ে গত ৪ বছর গাড়িতেই দিন কাটাচ্ছেন এই ভারতীয় তরুণী

Last Updated:

Living in Honda City: এমন একটা সময় আসে, যখন বসতবাড়িও হারাতে হয় প্রিয়াকে। অন্নসংস্থানের জন্য তিনি পরিচারিকার কাজও করেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই : গত ৪ বছর দুবাইয়ে নিজের হন্ডা সিটি গাড়িতেই বসবাস করছেন ভারতীয় বংশোদ্ভূত প্রিয়া। সঙ্গে রয়েছে তাঁর পোষ্য সারমেয়রাও। অথচ কয়েক বছর আগেও তিনি উপার্জন করতেন কোটি কোটি টাকা। গত ৪০ বছর ধরে দুবাইয়ে আছেন প্রিয়া। তাঁর বাবা মা একটি লাভজনক সংস্থা চালাতেন। শৌখিন জীবনযাপনেই ছিলেন অভ্যস্ত। কিন্তু সাজানো সংসার তাসের ঘরের মতো তছনছ হয়ে যায় যখন তাঁর বাবা মারা যান আচমকাই। তার পর অসুস্থ হয়ে পড়েন মা। ক্রমশ লোকসান হতে থাকে ব্যবসাতেও। অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে এই পরিবারের। কয়েক বছর আগে মারা গিয়েছেন প্রিয়ার মা। এর পর যেন জীবনটাই ধস্ত হয়ে যায় এই তরুণীর।
advertisement

এমন একটা সময় আসে, যখন বসতবাড়িও হারাতে হয় প্রিয়াকে। অন্নসংস্থানের জন্য তিনি পরিচারিকার কাজও করেন। শত প্রতিকূলতাতেও তিনি হন্ডা সিটি গাড়িটিকে রক্ষা করতে সমর্থ হন। কারণ ওই গাড়িতে জড়িয়ে রয়েছে তাঁর মায়ের স্মৃতি। জানা গিয়েছে জীবনের শেষ কিছু দিন ওই গাড়িতেই কাটিয়েছিলেন তাঁর মা-ও।

advertisement

এর মধ্যে তাঁর ভিসাও শেষ হয়ে যায় আইনি জটিলতায়। দুবাই ছাড়তেও পারছেন না প্রিয়া। ঋণভার এবং চার বছর বেআইনিভাবে দুবাইয়ে থাকার জরিমানা স্বরূপ টাকার পরিমাণ পৌঁছেছে ২৬ লক্ষে। এই পরিস্থিতিতে তিনি গাড়িতে দিন কাটাচ্ছেন। অপেক্ষা করছেন আশার আলোর। অবশেষে সেই আশার আলোর উদয় হয়েছে তাঁর জীবনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিকূলতা জানতে পারেন যশবীর বস্সি। পঞ্জাবের এই তরুণী দুবাইয়ে উচ্চপদস্থ পদে কর্মরত। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে কথা বলেন প্রিয়ার সঙ্গে। তাঁর সব ঋণের টাকা তিনি মিটিয়ে দেন চেক মারফত। যশবীরকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন প্রিয়া। শুধু টাকাই নয়। উচ্চশিক্ষিত প্রিয়াকে নিজের সংস্থায় চাকরিও অফার করেছেন যশবীর। দিতে চেয়েছিলেন গাড়িও। তবে সেটা নিতে রাজি হননি প্রিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Living in Honda City: কোটিপতি থেকে আজ গৃহহীন, পোষ্য সারমেয়দের নিয়ে দুবাইয়ে গত ৪ বছর গাড়িতেই দিন কাটাচ্ছেন এই ভারতীয় তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল