TRENDING:

Viral Wedding: বাবার মতো মেয়ের বিয়েও মাঝ আকাশে উড়ন্ত বিমানে! ব্যবসায়ীর রাজকীয় চমক!

Last Updated:

Viral Wedding:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই : চমক দেখালেন সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী দিলীপ পোপলে। অভিনব উপায়ে বিয়ে দিলেন মেয়ের। বেসরকারি জেটবিমানে মাঝআকাশে সেই বিয়ের রাজকীয় উদযাপনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত জেটএক্স বোয়িং ৭৪৭-এ আয়োজিত হয়েছিল এই বিয়ের আসর। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাঝ আকাশে উড়ন্ত বিমানে বিয়ের আসরের অতিথিরা নাচছেন ‘তু নে মারি এন্ট্রিয়াঁ’ গানের সঙ্গে। এই বিমানেই গত ২৪ নভেম্বর হৃদেশ সৈনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিধি পোপলে।
গত ২৪ নভেম্বর হৃদেশ সৈনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিধি পোপলে
গত ২৪ নভেম্বর হৃদেশ সৈনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিধি পোপলে
advertisement

নতুন বর হৃদেশ সৈনানি জানিয়েছেন স্কুলজীবনের প্রেমিকাকে মাঝ আকাশে বিয়ে করতে পেরে তিনি খুবই খুশি। বাবা এবং শ্বশুরমশাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিয়ের বর ও কনে তিন ঘণ্টার যাত্রা করে দুবাই থেকে ওমান পাড়ি দিয়েছিলেন। ওই সময়েই অনুষ্ঠিত হয় বিয়ের সব আচার অনুষ্ঠান।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ব্যবসায়ী পোপলে জানিয়েছেন, ‘‘দুবাই আমার ঘর। আকাশে বিয়ের এটা দ্বিতীয় পর্ব। আমি সব সময় এই স্বপ্নই দেখেছি মেয়ের বিয়ে নিয়ে। স্বপ্নপূরণের জন্য দুবাইয়ের থেকে ভাল জায়গা আর হয় না।’’ প্রসঙ্গত ১৯৯৪ সালে পোপলে নিজেও বিয়ে করেছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। তখন বরকর্তা ছিলেন তাঁর বাবা লক্ষ্মণ পোপলে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Wedding: বাবার মতো মেয়ের বিয়েও মাঝ আকাশে উড়ন্ত বিমানে! ব্যবসায়ীর রাজকীয় চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল