ঘটনাটি ঘটে গত ২৮ জুন ৷ অভিযোগকারিনীদের দাবি, বৃহস্পতিবার রাত ৯টা হোটেলের ৫৭ নম্বর ফ্লোরে ৯টা নাগাদ সুইমিং পুলে যান তারা ৷ সেই সময় সুইমিং পুলে একাই ছিলেন সেই ডাক্তার ৷ সাঁতার কাটার অজুহাতে জলের নিচ দিয়েই ওই চার মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেন অভিযুক্ত ডাক্তার ৷ প্রথমে ওই মহিলারা বিষয়টি এড়িয়ে গেলেও পরে সুইমিং পুলের নিরাপত্তারক্ষীর কাছে গিয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানান তারা ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ডাক্তারের নাম জগদীপ সিং অরোরা ৷ নিজের স্ত্রী এবং মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েই বিপাকে পড়লেন ৷ যৌন হেনস্থার অভিযোগে দু’সপ্তাহের জন্য আটক করা হল তাকে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় সুইমিং পুলে নামার জেরেই এমন ঘটনাটি ঘটেছে ৷ প্রসঙ্গত, পুলিশি জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওই ডাক্তার ৷