পাকিস্তানের তথ্য এবং সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত মিথ্যা ও বানানো অভিযোগে পাকিস্তানের উপর হামলা চালাতে চাইছে। তিনি বলেন, “পাকিস্তান নিজেও বহুবার সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাই এ বিষয়ের যন্ত্রণা আমরা ভালই জানি। আমরা সবসময়ই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, সেটা যেখানেই হোক না কেন।”
তিনি আরও বলেন, “ভারত এখন বিচারক, জুরি আর শাস্তিদাতা হয়ে গেছে। অথচ আমরা চাই, নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে একটা স্বচ্ছ তদন্ত হোক। এতে সত্যিটা সামনে আসবে।”
advertisement
তারার হুঁশিয়ারি, যদি ভারত সামরিকভাবে কিছু করে, তাহলে তার জবাব কঠিনভাবেই দেবে পাকিস্তান। তিনি আন্তর্জাতিক সমাজকে সতর্ক করে বলেন, “এই উত্তেজনার দায়ভার পুরোপুরি ভারতেরই নিতে হবে।”
শুধু আতাউল্লাহ তারারই নন, এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফও দাবি করেছিলেন যে, তাঁরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন যে ভারত পাকিস্তানের উপরে আক্রমণ চালাতে পারে৷
পাক মন্ত্রী আতাউল্লাহ তারার৷
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে রীতিমতো প্রমাদ গুনছে পাকিস্তান৷ বিষয়টা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রয়টার্সের মতো সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়েও ভারত নিয়ে ‘আশঙ্কা’ প্রকাশ করে ফেলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মহম্মদ আসিফ৷ সোমবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ আসিফ দাবি করেছেন, যে কোনও দিনই পাকিস্তানে ঢুকে পড়তে পারে ভারতীয় সেনা৷ বিষয়টা অবশ্যম্ভাবী পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ সেই কারণে সামরিক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও৷
সোমবার ইসলামাবাদে নিজের কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা মুহম্মদ আসিফ বলেছেন, ‘‘আমাদের সেনা সামরিক ভাবে প্রস্তুত হচ্ছে, কারণ এটা (ভারতের সঙ্গে যুদ্ধ) এমন একটা বিষয়, যা এখন অবশ্যম্ভাবী৷ তাই এমন সময় এই কিছু নীতিগত সিদ্ধান্ত নিতেই হয়, সেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ ’’
আসিফের দাবি, ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে৷ আর পাক সেনার তরফেও ভারতের তরফে যে কোনও মুহূর্তে হামলা চালানোর কথা জানা গিয়েছে৷ যদিও কেন তাঁর যুদ্ধ ‘অনিবার্য’ বলে মনে হচ্ছে, সেই কথা পরিষ্কার করেননি আসিফ৷
গত ২২ এপ্রিল, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নয়নাভিরাম বৈসরন উপত্যকায় নৃশংস হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা৷ মারা গিয়েছেন ২৬ জন নিরপরাধ পর্যটক৷ পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলা চালিয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর৷