পাকিস্তান সরকারের থেকে জানান হয়েছে, মৃত সৈনিকদের নাম
নায়েক আবদুল রহমান
ল্যান্স নায়েক দিলওয়ার খান
ল্যান্স নায়েক ইকরামুল্লা
নায়েক ওয়াকার খালিদ
সিপাহী মহ:ম্মদ আদেল আকবর
সিপাহী নিসার
advertisement
পাকিস্তানে বায়ু সেনায় মৃত সৈনিকদের নাম
স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ
চিফ টেকনিশিয়ান ঔরঙ্গজেব
সিনিয়র টেকনিশিয়ান নাজীব
কর্পোরাল টেকনিশিয়ান ফারুক
সিনিয়র টেকনিশিয়ান মুবাসির
আরও পড়ুন: সূর্য-বৃহস্পতি, ২৪ ঘণ্টায় জোড়া মহাগোচর! কপাল খুলবে ৪ রাশির, হাতে কুবেরের ধন, বড় সুখবর আসছে
প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার বা সংঘর্ষবিরতি ঘোষণার গতকাল জাতির উদ্দ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই গর্বের মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এখন আর সন্ত্রাসবাদীরা ভারতকে ভয় দেখাতে পারবে না। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, যে দেশেই থাকুক না কেন, ভারত সেখানে যাবে এবং তাদের হত্যা করবে। তিনি আরও বলেন যে ভারত তার নাগরিকদের যে কোনও বিপদ থেকে রক্ষা করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। এটা যুদ্ধের যুগ নয়, আবার সন্ত্রাসবাদেরও যুগ নয়। কিন্তু এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি পাকিস্তানকে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে, যদি পাকিস্তান এই বিষয়গুলো মেনে না নেয়, তাহলে একদিন পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।