TRENDING:

মিডিয়ার স্বাধীনতা বিপন্ন দেশে! বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও নামল ভারত, কাছেই পাকিস্তান

Last Updated:

তথ্য বলছে, সাংবাদিক খুন না-হলেও, সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচার, রাজনৈতিক নেতাদের চাপ সৃষ্টি, দুর্নীতিবাজ অফিসার ও অপরাধমূলক গোষ্ঠীর প্রতিশোধের হুমকি-- সব মিলিয়ে ভারতের খর্ব হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংবাদমাধ্যমের স্বাধীনতা আছে ভারতে? প্রশ্নটা উঠছে গ্লোবাল প্রেস ফ্রিডম ইনডেক্সের র‌্যাঙ্কে৷ সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ নেমে গেল ভারত৷ বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভারতের স্থান ১৪২৷
advertisement

দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২০-র ডেটা বলছে, ২০১৯ সালে দেশে একজনও সাংবাদিককে খুন করা হয়নি৷ সেখানে ২০১৮ সালে ভারতে ৬ জন সাংবাদিক খুন হয়েছিলেন৷ সাংবাদিকদের নিরাপত্তার নিরিখে ভারতের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খানিকটা উন্নতি করলেও, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের অবস্থান বেশ চিন্তার৷

তথ্য বলছে, সাংবাদিক খুন না-হলেও, সাংবাদিকদের উপর পুলিশের অত্যাচার, রাজনৈতিক নেতাদের চাপ সৃষ্টি, দুর্নীতিবাজ অফিসার ও অপরাধমূলক গোষ্ঠীর প্রতিশোধের হুমকি-- সব মিলিয়ে ভারতের খর্ব হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা৷ দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০২০-র রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, 'হিন্দুবাদী সরকারের লাইনে থাকতে সংবাদমাধ্যমগুলির উপর চাপ বাড়ানো হচ্ছে৷ যে সব সাংবাদিকরা হিন্দুত্ববাদী গোষ্ঠী বা কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লিখছেন বা মুখ খুলছেন, তাঁদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চরম হেনস্থা, হুমকি দেওয়া হচ্ছে৷ বিশেষ করে হেনস্থার শিকার হচ্ছেন মহিলা সাংবাদিকরা৷'

advertisement

সামগ্রিক ভাবে রিপোর্টে দেখা যাচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে গোটা দক্ষিণ এশিয়াই খুব খারাপ অবস্থানে রয়েছে৷ পাকিস্তান ৩ ধাপ নেমে গিয়ে ১৪৫ নম্বরে রয়েছে৷ বাংলাদেশ ১ ধাপ নেমে ১৫১ নম্বরে৷

সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে নরওয়ে, এই পরপর ৪ বার৷ চিন রয়েছে ১৭৭ নম্বরে৷ উত্তর কোরিয়া রয়েছে একেবারে শেষে, ১৮০ নম্বরে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মিডিয়ার স্বাধীনতা বিপন্ন দেশে! বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও নামল ভারত, কাছেই পাকিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল