এক্স হ্যান্ডেলে পোস্ট করে কাশিম খান অভিযোগ করেন, ‘আদালতের নির্দেশ অমান্য করে ইমরান খানের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত তথ্য গোপন করছে পাকিস্তান সরকার৷’
কাশিম লিখেছেন, আমার বাবাকে গ্রেফতার করার পর ৮৪৫ দিন কেটে গিয়েছে৷ গত ৬ সপ্তাহ ধরে তাঁকে একা একটি কারাগারে রাখা হয়েছে৷ কোনওরকম স্বচ্ছতা রাখা হচ্ছে না৷ তিনি আরও অভিযোগ করেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের বোনেদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷
advertisement
কাশিমের কথা অনুযায়ী, বহির্বিশ্বের সঙ্গে ইমরান খানের কোনওরকম যোগাযোগই নেই৷ কাশিম লিখেছেন, ‘কোনওরকম ভাবে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না৷ কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আমার এবং আমার ভাইয়ের বাবার সঙ্গে কোনওরকম যোগাযোগই নেই৷ ইমরান খানকে এই ভাবে কোণঠাসা করে দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি করেছেন কাশিম৷’
একই সঙ্গে পাকিস্তান সরকারকেও হুঁশিয়ারি দিয়েছেন ইমরান পুত্র৷ কাশিম লিখেছেন, ‘এটা স্পষ্ট করে দেওয়া যাক৷ আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে রাখার জন্য কিছু হলে তার নৈতিক, আইনি ভাবে এবং আন্তর্জাতিক স্তরেও পাকিস্তান সরকার এবং তাদের সহযোগীদের দায়ী থাকতে হবে৷’
ইমরান খানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও দাবি করেছেন কাশিম৷ তিনি লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংগঠন, প্রত্যেকটি গণতান্ত্রিক স্বরকে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি৷ তিনি যে বেঁচে আছেন, তার প্রমাণ দাবি করা হোক৷ আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাত করার দাবি জানানো হোক, এই অমানবিক ভাবে তাঁকে বিচ্ছিন্ন করে দেওয়ার শাস্তি শেষ হোক৷ পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতা, যাঁকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বন্দি করে রাখা হয়েছে তাঁর মুক্তির দাবি তোলা হোক৷ মানুষ আমাদের কাছে তাঁর শরীর এবং স্বাস্থ্যের অবস্থা নিয়ে জানতে চাইছে৷ কিন্তু আমরা সেই তথ্য সঠিক ভাবে কার কাছে পাবো, জানি না৷’
