TRENDING:

Pakistan Crisis: কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকে বাছলেন ইমরান? আজ সব নজর পাকিস্তানের সুপ্রিম কোর্টে

Last Updated:

প্রেসিডেন্ট আলভির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত ইমরান খানই (Imran Khan) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী (Pakistan Crisis) হিসেবে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম মনোনীত করলেন ইমরান খান (Imran Khan)৷ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী এ দিন এই খবর জানিয়েছেন৷ তাঁর দাবি, দলের কোর কমিটিতে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান৷
iগদি বাঁচাতে মরিয়া ইমরান খান৷
iগদি বাঁচাতে মরিয়া ইমরান খান৷
advertisement

অন্তবর্তীকালীন সময়ের জন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খান এবং বিরোধী দল পিপিপি-র নেতা শেহবাজ শরিফের কাছে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছিলেন৷ তার পরই গুলজার আহমেদের নাম ঘোষণা করেন ইমরান৷

আরও পড়ুন: আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে পারেন ইমরানই! কী মন্ত্রবলে ক্ষমতা দখল, দেখলে চমকে যাবেন

advertisement

পাকিস্তানের প্রেসিডেন্টের সচিবালয়ের থেকে জানানো হয়েছে, প্রয়োজন মতো একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা রয়েছে দেশের প্রেসিডেন্টের৷ বিদায়ী প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে তিনি সেই নাম চূড়ান্ত করতে পারেন৷

প্রেসিডেন্ট আলভির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন৷ যদিও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়ায় তিনি অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শেহবাজ শরিফ৷ তাঁর অভিযোগ, এ ভাবে কেয়ারটেকার প্রধামন্ত্রী নিয়োগ করে আসলে আইন ভঙ্গ করেছেন ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভি৷

advertisement

প্রসঙ্গত, সোমবারই পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর দফতর আর আঁকড়ে থাকবেন না ইমরান খান৷ যদিও দেশের সংবিধানের ৯৪ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য ইমরানকে অনুরোধ করতে পারেন দেশের প্রেসিডেন্ট৷

আরও পড়ুন: আর পাকিস্তানের 'PM' নন ইমরান খান! বিজ্ঞপ্তি জারি করে 'অবিলম্বে' সরানো হল পদ থেকে...

advertisement

সোমবারই ট্যুইট করে প্রেসিডেন্ট আলভি জানিয়ে দেন, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরানই কাজ চালাবেন৷ অন্যদিকে সোমবারই বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের সংসদের স্পিকার৷ এর পরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ মেনে বর্তমান সংসদকে ভেঙে দেন দেশের প্রেসিডেন্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরে 'এই' জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
আরও দেখুন

দেশের এই সাংবিধানিক সঙ্কটে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল৷ প্রধানমন্ত্রী হিসেবে পাক সংসদ ভেঙে দেওয়া সহ যে সিদ্ধান্তগুলি ইমরান গত কয়েকদিনে নিয়েছেন, সেগুলির উপরে স্থগিতাদেশ জারি করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি৷ আজ মঙ্গলবার এ বিষয়ে রায় দিতে পারে পাকিস্তানের শীর্ষ আদালত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Crisis: কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকে বাছলেন ইমরান? আজ সব নজর পাকিস্তানের সুপ্রিম কোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল