TRENDING:

Pakistan Crisis: কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকে বাছলেন ইমরান? আজ সব নজর পাকিস্তানের সুপ্রিম কোর্টে

Last Updated:

প্রেসিডেন্ট আলভির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত ইমরান খানই (Imran Khan) প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী (Pakistan Crisis) হিসেবে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম মনোনীত করলেন ইমরান খান (Imran Khan)৷ ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফাওয়াদ চৌধুরী এ দিন এই খবর জানিয়েছেন৷ তাঁর দাবি, দলের কোর কমিটিতে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান৷
iগদি বাঁচাতে মরিয়া ইমরান খান৷
iগদি বাঁচাতে মরিয়া ইমরান খান৷
advertisement

অন্তবর্তীকালীন সময়ের জন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খান এবং বিরোধী দল পিপিপি-র নেতা শেহবাজ শরিফের কাছে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছিলেন৷ তার পরই গুলজার আহমেদের নাম ঘোষণা করেন ইমরান৷

আরও পড়ুন: আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে পারেন ইমরানই! কী মন্ত্রবলে ক্ষমতা দখল, দেখলে চমকে যাবেন

advertisement

পাকিস্তানের প্রেসিডেন্টের সচিবালয়ের থেকে জানানো হয়েছে, প্রয়োজন মতো একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা রয়েছে দেশের প্রেসিডেন্টের৷ বিদায়ী প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করে তিনি সেই নাম চূড়ান্ত করতে পারেন৷

প্রেসিডেন্ট আলভির জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিয়োগ পর্যন্ত ইমরান খানই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন৷ যদিও অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়ায় তিনি অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শেহবাজ শরিফ৷ তাঁর অভিযোগ, এ ভাবে কেয়ারটেকার প্রধামন্ত্রী নিয়োগ করে আসলে আইন ভঙ্গ করেছেন ইমরান খান এবং প্রেসিডেন্ট আরিফ আলভি৷

advertisement

প্রসঙ্গত, সোমবারই পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর দফতর আর আঁকড়ে থাকবেন না ইমরান খান৷ যদিও দেশের সংবিধানের ৯৪ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য ইমরানকে অনুরোধ করতে পারেন দেশের প্রেসিডেন্ট৷

আরও পড়ুন: আর পাকিস্তানের 'PM' নন ইমরান খান! বিজ্ঞপ্তি জারি করে 'অবিলম্বে' সরানো হল পদ থেকে...

advertisement

সোমবারই ট্যুইট করে প্রেসিডেন্ট আলভি জানিয়ে দেন, কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরানই কাজ চালাবেন৷ অন্যদিকে সোমবারই বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের সংসদের স্পিকার৷ এর পরই প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ মেনে বর্তমান সংসদকে ভেঙে দেন দেশের প্রেসিডেন্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশের এই সাংবিধানিক সঙ্কটে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়াল৷ প্রধানমন্ত্রী হিসেবে পাক সংসদ ভেঙে দেওয়া সহ যে সিদ্ধান্তগুলি ইমরান গত কয়েকদিনে নিয়েছেন, সেগুলির উপরে স্থগিতাদেশ জারি করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি৷ আজ মঙ্গলবার এ বিষয়ে রায় দিতে পারে পাকিস্তানের শীর্ষ আদালত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Crisis: কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকে বাছলেন ইমরান? আজ সব নজর পাকিস্তানের সুপ্রিম কোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল