TRENDING:

সীমান্তের কাঁটাতার পেরিয়ে ফের পাকিস্তান থেকে এল ইমরানের নিমন্ত্রণ

Last Updated:

ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ : পাকিস্তানের তথ্যমন্ত্রের পক্ষে থেক ফওয়াদ চৌধরী শুক্রবার জানিয়েছেন পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী নভোজত সিং সিধু যাচ্ছেন পাকিস্তানে ৷
advertisement

বহুদিনের প্রতীক্ষিত ভারত -পাক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলস্টোন পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে যে কাজকে সেই কাটারপুর বর্ডার করিডরের উদ্বোধনের কাজ হবে ৷ আর তাতেই নিমন্ত্রিত সিধু ৷ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়েও সিধুকে নিমন্ত্রণ করেছিলেন ইমরান ৷ এবারেও তাঁর বন্ধুকে নিমন্ত্রণ করলেন ৷

ইমরান খানই উদ্বোধন করবেন এই কাটারপুর বর্ডার করিডর ৷ নভেম্বরের ২৮ তারিখ পাকিস্তানের দিক থেক সীমান্ত পেরোনের ক্ষেত্রে এই পথ ব্যবহারের শুরু হবে ৷ এরই সূত্র ধরে দ্বিতীয়বার পাকিস্তানে যাবেন সিধু ৷

advertisement

(Photo: Reuters)

এদিকে পাক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সিধু জানিয়েছেন তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন ৷ পাকিস্তানি বন্ধ‌ু যখনই তাঁকে ডাকবেন তখনই তিনি সেখানে যাবেন  ৷ সিধু বলেছেন, ‘‘ আনন্দ ব্যক্ত করার আমার ভাষা নেই ৷ ’’

advertisement

আরও পড়ুন - ঠাকুরঘরে এই ভুলগুলি করছেন না তো, তাহলে কিন্তু ঘোর বিপদ

শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই ধার্মিক করিডরের দাবি জানিয়ে আসছে ৷ যাতে ভারতীয় সীমান্তের গুরদাসপুর  ও পাকিস্তানের ঐতিহাসিক গুরুদ্বার যুক্ত হওয়ার কথা ৷ এর ফলে দু‘দেশের নিজের নিজের জায়গার উন্নয়নও হবে মনে করা হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পঞ্জাবের ডেরা বাবা নানককে আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যুক্ত করার বিষয়ে সিলমোহর পড়ে ৷ এই রাস্তা খুলে যাওয়ার পর ভারতীয়রা পাকিস্তানের কাটারপুরে গুরুদ্বার দরবার সাহিব দর্শন করতে যেতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
সীমান্তের কাঁটাতার পেরিয়ে ফের পাকিস্তান থেকে এল ইমরানের নিমন্ত্রণ