TRENDING:

দেশে বিজেপির শাসন, তাই দল থেকে বাদ শামি, পাক বিশ্লেষকের বক্তব্যের ভিডিও ভাইরাল!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: বিশ্বকাপে ভারতীয় দলের শেষ ম্যাচে মাঠে নামেননি শামি৷ তার আগে শামির খেলায় মুগ্ধ হয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা৷ ইনিংস প্রতি তিনি নিজেই ৪-৫টি করে উইকেট পেয়েছিলেন৷ তারপরও শ্রীলঙ্কার বিরুদ্ধে কেন মাঠে নামানো হল না এই পেসারকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এরই ব্যাখ্যা দিতে গিয়ে এক পাক বিশ্লেষকের বক্তব্য এখন ভাইরাল৷ তাঁর মতে ভারতে বিজেপি শাসনের ফলে দল থেকে বাদ গিয়েছেন মহম্মদ শামি৷
advertisement

প্রতি ম্যাচের শেষে নিয়মিত চুলচেরা আলোচনা ও বিশ্লেষণে এমন বক্তব্য উঠে আসে৷ ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের পরও তেমনই এক আলোচনা সভা বসেছিল পাকিস্তানের এক চ্যানেলে৷ সেখানে শোয়েব আলি নামে এক অতিথি করে ফেলেন বেফাঁস মন্তব্য৷

আরও পড়ুন একেবারে সাধারণ বউয়ের মতোই রান্নাঘরে প্রিয়াঙ্কা, কী রান্না করলেন? দেখুন ভিডিও

advertisement

তিনি বলেন যে ভারতে বিজেপির শাসন৷ বিজেপি হিন্দুবাদী ত্বত্ত্বে বিশ্বাসী৷ তাই দল থেকে বাদ গিয়েছেন মহম্মদ শামি৷ শামি সংখ্যালঘু৷ সে কারণে দারুণ খেলার পরও, দলে তিনি চান্স পাননি৷ দল থেকে বাদ পড়ার কারণই শামির ধর্ম বলে মন্তব্য করেন শোয়েব৷ তারপরই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ দেখুন ভিডিও...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
দেশে বিজেপির শাসন, তাই দল থেকে বাদ শামি, পাক বিশ্লেষকের বক্তব্যের ভিডিও ভাইরাল!