দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন যাত্রী ৷ PIA-র PK-8303 অভিশপ্ত বিমানটিতে ছিলেন মহম্মদ জুবের নামের একজন যাত্রী ৷ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে তিনিও একজন ৷ বিমানটি ভেঙে পড়ার পর কোনও কিছু ঠিকঠাক বুঝে ওঠার আগেই বিমানের ভিতর থেকে লাফ দেন তিনি ৷ হাসপাতালের বেডে শুয়েই জুবের জানান, ‘‘ বিমান ভেঙে পড়ার পর প্রচণ্ড ধাক্কাতেই যেন জ্ঞান ফিরে এল আমার। দেখলাম, চারদিকে আগুন, আর্তনাদ। সবাই তো বাঁচতে চাইছিল। সিটবেল্ট খুলে এগোতে এগোতে একটা জায়গায় আলো দেখলাম। তারপরেই লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। প্রায় ১০ ফুট উপর থেকে লাফ দিয়েছিলাম ৷ ’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2020 10:20 AM IST