TRENDING:

Kenya Unrest: কেনিয়ায় কর বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, সংসদ ভবনে আগুন ধরাল জনতা

Last Updated:

Kenya Unrest: রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা কেনিয়ার পার্লামেন্টের কিছু অংশে আগুন দিয়েছে। ঢুকতে দেওয়ার জন্য তাঁরা পুলিশের ওপর হামলা করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাইরোবি: আফ্রিকার দেশ কেনিয়ায় কর বৃদ্ধির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে৷ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ৷ এমনকি পার্লামেন্টেও হামলা হয়েছে। অনেক জায়গায় আগুন লাগানো হয়েছে। রাজধানী নাইরোবিতে অশান্তি সৃষ্টিকারী লোকজনকে শান্ত করার জন্য, পুলিশকে গুলি চালাতে হয়েছে, যাতে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীরা বিলের বিরোধিতা করে বলছেন, এটি কার্যকর হলে অনেক ধরনের কর বাড়বে।
advertisement

রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা কেনিয়ার পার্লামেন্টের কিছু অংশে আগুন দিয়েছে। ঢুকতে দেওয়ার জন্য তাঁরা পুলিশের ওপর হামলা করছে। এসময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। লাঠি দিয়ে আঘাত করা হয়। পুলিশ সদস্যরা বাধা দিতে না পারলে তারা গুলি চালায়। হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টে প্রবেশ করেছে। হামলা দেখে সেখানকার সংসদ সদস্যরা হাউস খালি করেন। বিষয়টি নাইরোবিতে এতটাই বেড়ে যায় যে পুলিশকে এমনকি বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রকৃতপক্ষে, কেনিয়া সরকার একটি বিতর্কিত অর্থ বিল অনুমোদন করেছে, যা বাস্তবায়ন হলে দেশে কর বৃদ্ধি পাবে। সরকার বলছে, দেশের ওপর থেকে বড় ঋণের বোঝা কমাতে চায়। তিনি এই ট্যাক্সের মাধ্যমে অতিরিক্ত ২.৭ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চান, কারণ দেশের ঋণ এত বেশি যে সরকারি কোষাগারের ৩৭ শতাংশ ব্যয় হয় শুধুমাত্র সুদ পরিশোধে। মানুষ শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছে। কিন্তু এই বিল অনুমোদনের সঙ্গে সঙ্গেই মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পার্লামেন্টে হামলা করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Kenya Unrest: কেনিয়ায় কর বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, সংসদ ভবনে আগুন ধরাল জনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল