TRENDING:

Houthi Terrorist: মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথি জঙ্গিদের পাল্টা হামলা, পরপর মিসাইল আক্রমণ

Last Updated:

Houthi Terrorist: বুধবার হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া আমেরিকান জাহাজ মারস্ক ডেট্রয়েটে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোহিত সাগরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি জঙ্গিরা। তার পাল্টা হিসাবে হুথি জঙ্গিদের উপর হামলা চালিয়েছে মার্কিন সেনারা। কিন্তু এবার মার্কিন সেনাদের উপর পাল্টা হামলা চালাল হুথি জঙ্গিরা। আমেরিকা যত পাল্টা আক্রমণ করুক না কেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটিকে সমস্যায় ফেলেছে। হুথি বিদ্রোহীরা, যারা সাগরে আমেরিকান জাহাজকে টার্গেট করে চলেছে, তারা আবারও ধাক্কা খেয়েছে।
মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথি জঙ্গিদের পাল্টা হামলা
মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথি জঙ্গিদের পাল্টা হামলা
advertisement

বুধবার হুথি বিদ্রোহীরা এডেন উপসাগরের মধ্য দিয়ে যাওয়া আমেরিকান জাহাজ মারস্ক ডেট্রয়েটে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ২৪ শে জানুয়ারি দুপুর ১২ টায় হুথি জঙ্গিরা ইয়েমেনের এলাকা থেকে মার্কিন কন্টেইনার জাহাজ এমভি মারস্ক ডেট্রয়েটের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরও পড়ুন,  বাংলায় আজ প্রবেশ করছে রাহুলের ন্যায় যাত্রা, চলবে ৭ দিন ধরে

advertisement

আরও পড়ুন, শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের! ভারতে এসে প্রথমে ঘুরে দেখবেন গোলাপি শহর

ইউএস সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, হুথিদের ছোঁড়া মিসাইলগুলির মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সাগরে পড়েছে। যদিও বাকি দুটি ক্ষেপনাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয় ইউএসএস গ্রেভলি। ফলে ওই পণ্যবাহী জাহাজটির কোনও আঘাত বা ক্ষয়ক্ষতি নেই।

advertisement

আমেরিকা এবং ব্রিটেন সম্প্রতি ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে অতিরিক্ত হামলা চালিয়েছে। সূত্রের খবর, আমেরিকা ও ব্রিটেন উভয়েই হুথিদের আক্রমণ করে এবং ৮ ঘাঁটি ধ্বংস করেছে। এই হামলাকে সমর্থন করেছে কানাডা, নেদারল্যান্ডস, বাহরাইন এবং অস্ট্রেলিয়াও সমর্থন দিয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Houthi Terrorist: মার্কিন জাহাজ লক্ষ্য করে হুথি জঙ্গিদের পাল্টা হামলা, পরপর মিসাইল আক্রমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল