TRENDING:

Model Murder: ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি

Last Updated:

Model Murder: ২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে দেহাংশ ছিন্ন করার যন্ত্রপাতিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হংকং : মডেলের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় হংকং। রবিবার হংকং পুলিশ জানিয়েছে এই ঘটনায় চার জনকে অভিযুক্ত সাব্যস্ত করা হয়েছে। ২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে দেহাংশ ছিন্ন করার যন্ত্রপাতিও। শুক্রবারই অ্যাবির দেহাংশ পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর কাটা মুণ্ডু, ধড় এবং হাত খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় তাই পো জেলার যে বাড়িতে নিহত অ্যাবির কাটা পা উদ্ধার হয়েছে, সেখান থেকে মিট স্লাইসার এবং ইলেকট্রিক স’ বা বৈদ্যুতিন করাত-ও পাওয়া গিয়েছে।
২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে
২৮ বছর বয়সি মডেল অ্যাবি চোই-য়ের দেহ থেকে ছিন্ন পা উদ্ধার হয় শহরতলির একটি বাড়ির রেফ্রিজারেটর থেকে
advertisement

চাঞ্চল্যকর এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যাবির প্রাক্তন স্বামী অ্যালেক্স কোং-কে শনিবার গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও চার্জ এখনও পর্যন্ত আনা হয়নি। ঘটনায় অভিযুক্ত তরুণীর প্রাক্তন শ্বশুর, খুড়শ্বশুর এবং শাশুড়ি।

আরও পড়ুন :  ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মডেল অ্যাবি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তার আগে তাঁকে শেষ দেখা গিয়েছিল তাই পো জেলায়। সেখানেই উদ্ধার হয়েছে তাঁর দেহাংশ। রেফ্রিজারেটর থেকে উদ্ধার ছিন্ন পা যে তাঁরই মৃতদেহের অংশ, প্রাথমিক তদন্তে সেটি নিশ্চিত করেছেন তদন্তকারীরা।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Model Murder: ফ্রিজ থেকে উদ্ধার নিহত মডেলের ছিন্ন পা, চা‍‍ঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্বামী, শ্বশুর এবং শাশুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল