স্থানীয় এক বাসিন্দা পুরো ঘটনাটি ভিডিয়ো করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে সবথেকে উপরে থাকা উদ্ধারকারী একহাতে পাইপ ধরে থেকে অন্য হাত বাড়িয়ে দিচ্ছেন শিশুদের দিকে ৷ ধোঁয়ার গ্রাস থেকে প্রথম শিশুকে বার করে এনে তিনি দিয়ে দেন তাঁর নীচের উদ্ধারকারীকে ৷ তিনি আবার একইভাবে শিশুকে নামিয়ে দেন তাঁর নীচের উদ্ধারকারীর কাছে ৷ এইভাবে সবার শেষে শিশুটিকে নিয়ে নেন জমিতে দাঁড়িয়ে থাকা এক মহিলা ৷ একই ভাবে উদ্ধার করা হয় দ্বিতীয় শিশুটিকেও ৷
advertisement
https://twitter.com/AmazingPosts_/status/1403656039925489668?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1403656039925489668%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.republicworld.com%2Fworld-news%2Frest-of-the-world-news%2Frussia-men-climb-drainpipe-to-save-kids-from-house-fire-in-heroic-efforts-to-be-honoured.html
দু’টি শিশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল ৷ নিয়ন্ত্রণে আনা হয় আগুনকে ৷ যাঁরা এই অসম সাহসিকতার নজির রেখেছেন, তাঁদের নাম প্রস্তাব করা হয়েছে সাহসিকতার পুরস্কারের জন্য ৷ সারা বিশ্বের নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি ৷ ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে ছ’ হাজারেরও বেশি বার ৷ নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন উদ্ধারকারীদের ৷