খালেদার বিপক্ষে ভোটে- গত কয়েকমাস ধরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ‘হিরো আলম’। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
সেই ভোটের দিনটি সামনে রেখে চলছে বিভিন্ন দলের মনোনয়নপত্র বিতরণ। প্রস্তুত হিরো আলমও। গতকাল সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করলেন বলে জানান তিনি। বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
advertisement
এদিকে যে আসন থেকে হিরো আলম নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনসহ (বগুড়া-৬, বগুড়া-৭ এবং ফেনী-১) তিনটি আসন থেকে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অতএব বেগম জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তবে তাকে ভোটের মাঠে লড়াই করতে হবে হিরো আলমের বিরুদ্ধে।
নির্বাচনের বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’’ উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠার আগে থালা-বাসন বিক্রি করতেন এই অভিনেতা ৷