TRENDING:

করোনা-ই প্রথম নয়, ১৯১৮ সালে বিশ্বকে এভাবেই কাঁপিয়ে ছিল স্প্যানিস ফ্লু ভাইরাস !

Last Updated:

ইতিহাস তাহলে ফিরে এল আবার ! তাহলে কী ইতিহাস থেকে আমরা কিছুই শিখতে পারিনি ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ইতিহাস তাহলে ফিরে এল আবার ! তাহলে কী ইতিহাস থেকে আমরা কিছুই শিখতে পারিনি ? বার বার এভাবেই হেরে যাচ্ছে মানব সভ্যতা ! করোনার প্রকোপের পর যেম দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ৷ প্রকৃতির সঙ্গে আমাদের যে কোনও লড়াই চলে না, তা নিয়ে যেন আরও কঠোরভাবে ভাবার সময় এসেছে ৷ একের পর এক মহামারী, অতিমারী পৃথিবীর বুকে৷ কখনও ইবোলা, কখনও প্লেগ, আর এখন তো করোনায় একেবারে বিপর্যস্ত গোটা বিশ্ব ৷ প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা ৷ প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্ব সব দেশকেই একেবারে কাবু করেছে করোনা ৷
advertisement

তবে এ ঘটনা প্রথম নয়, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুয়ের তাড়নাতেও প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল বিশ্বের জনসংখ্যা ৷ জানা যায় প্রায় প্রায় ৫০০ মিলিয়ান মানুষের প্রাণ গিয়েছিল এই স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়ে ৷ তবে করোনার জন্ম যেমন চিনে, তেমন অবশ্য স্প্যানিশ ফ্লু ঠিক কোথা থেকে আসে তা জানা যায় না ৷ স্প্যানিশ নামকরণ হওয়ার নেপথ্যে রয়েছে, এই ভাইরাস প্রথম পাওয়া যায় স্প্যানিশ এক সেনাবাহিনীর সেনাদের শরীরে ৷ আর তা থেকে স্প্যানিশ ফ্লুয়ের নামকরণ ৷ যা চলতি কথায় ইনফ্লয়েঞ্জা !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

জানা যায়, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই সেই সময় প্রাণ গিয়েছিল প্রায় ৫০ মিলিয়ান মানুষের ৷ শোনা যায়, এই স্প্যানিশ ফ্লুতে সে সময় সবচেয়ে বেশি প্রাণ গিয়েছিল মার্কিনেই ৷ সে সময়ও এই ভাইরাসের সঙ্গে লড়তে অনেকটাই দেরি করে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ উড়িয়ে দিয়েছিল এই ভাইরাসের শক্তিকে ৷ তারপরই নামে মৃত্যুর অন্ধকার ৷ গোটা বিশ্বেই ভেঙে পড়েছিল চিকিৎসা ব্যবস্থা ৷ আজও সেই মহামারীর ছবি দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রতিবেদনে ৷ ১৯১৮-এর সেই বিভৎসতাই যেন ফিরিয়ে আনল করোনা ৷ এবারও কি আমরা কিছু শিখব? নাকি করোনা মুক্ত হলেই ফের ফিরে যাব পুরনো নিয়মে !

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
করোনা-ই প্রথম নয়, ১৯১৮ সালে বিশ্বকে এভাবেই কাঁপিয়ে ছিল স্প্যানিস ফ্লু ভাইরাস !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল