TRENDING:

মার্কিন মুলুকে হট যোগা সেন্টারে বন্দুকবাজের হামলা , মৃত ২ , আহত বহু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা : ফের মার্কিন মুলুকে প্রকাশ্যে বন্দুকবাজের হামলা ৷ এবার ফ্লোরিডার একটি হট যোগা সেন্টারে হামলা চালায় বন্দদুকবাজ ৷
advertisement

ফ্লোরিডার তালাশিতে হামলা চালানোর পর বন্দুবাজ আত্মঘাতী হয়েছে  ৷ স্থানীয় পুলিশ সূত্রে এ খবর জানা গেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছ‘টা নাগাদ হামলা হয় ৷

পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছনোর পর দেখতে পান একাধিক মানুষ গুলিবিদ্ধ শরীরে রক্তাপ্লুত অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

advertisement

ঘটনাটি যখন ঘটে তখন একাধিক ব্যক্তি বন্দুকবাজকে থামানোর চেষ্টা করছিলেন ৷ যার জন্য বাধা পেয়ে কিছুটা ঘাবড়ে যায় সে ৷ এর ফলে হত্যালীলার নৃশংসতা একটু হলেও কমানো গেছে ৷

আরও পড়ুন - সিংহকে পোষ্য বানাতে গিয়েছিল মদ্যপ, তারপর যা হল , দেখুন ভয়াবহ ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গুলি চালাচ্ছিল একজনই তাঁর সঙ্গে কেউ ছিল না ৷ পাশাপাশি কোনও সংগঠনও এখন এর সঙ্গে যুক্ত বলে দায় স্বীকার করেনি ৷ যে দু‘জন মারা গেছেন তাঁরা হলেন ৬০ বছরের ডক্টর ন্যান্সি ভ্যান ভ্যাসেম  ও ২১ বছরের মাউরা বিনক্লে ৷ বন্দুকবাজের নাম স্কট পল ৷ তিনি বছর চল্লিশের এক ব্যক্তি ৷ তবে কেন এই হত্যাকাণ্ড হল তার কারণ এখনও বলতে পারেনি পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মার্কিন মুলুকে হট যোগা সেন্টারে বন্দুকবাজের হামলা , মৃত ২ , আহত বহু