TRENDING:

বাস ভর্তি মুসলিম ভোটারদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, রাষ্ট্রপতি ভোটে ধুন্ধুমার শ্রীলঙ্কায়

Last Updated:

উত্তর কলম্বো থেকে প্রায় ২৫০ কিমি দূরে বন্দকধারীরা বাসে গুলি চালিয়েছে, সঙ্গে বাসের গায়ে বড় বড় পাথরও ছুড়েছে, জানাচ্ছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? তারই লড়াই চলছে শ্রীলঙ্কায়৷ চলছে ভোটদান৷ তার মধ্যেই চলল গুলি৷ বাস ভর্তি মুসলিম ভোটারদের লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি৷ ভোট শুরুর আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও এই গুলিবর্ষণে কোনও হতাহতের খবর নেই৷ পুলিশ জানিয়েছে যে হামলাকারীরা রাস্তার ওপর টায়ার পুড়িয়েছে৷ বিভিন্ন রাস্তা আটকানের চেষ্টা করে যান চলাচল স্তব্ধ করে দিতে চয়েছে দুষ্কৃতীরা৷
advertisement

উত্তর কলম্বো থেকে প্রায় ২৫০ কিমি দূরে বন্দকধারীরা বাসে গুলি চালিয়েছে, সঙ্গে বাসের গায়ে বড় বড় পাথরও ছুড়েছে, জানাচ্ছে পুলিশ৷ ভোটে বিঘ্ন ঘটাতে সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীদল৷ ঘটনা সামনে আসতেই সেখানে পৌঁছয় পুলিশবাহিনী৷ নিরাপদে সব ভোটারদের নামিয়ে আনা হয়৷ রাস্তা পরিষ্কার করে সাধারণ নাগরিকদের বুথের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন Shocking! সরকারি কাজে গিয়েছিলেন দিল্লি, হঠাৎ মৃত্যু হল পুলিশের ডিজিপি-র

সেরা ভিডিও

আরও দেখুন
দূষণমুক্ত করবে বায়ু, আবার দূষিত কার্বন থেকেও হবে লাভ! দুই ছাত্রী তৈরি করল অভিনব মডেল
আরও দেখুন

ভোটের আগে বিভিন্ন এলাকায় সেনা মোতায়ন থাকায় সমস্যায় পড়েন ভোটদাতারা৷ নিরাপত্তার খাতিরে সকলে আটকে দেওয়া হয়৷ নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি জানায় পুলিশ৷ নির্বাচন চলাকালীন কোনও রাস্তা আটকানোর নিয়ম নেই, সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া৷ সেই মোতাবেক সকলে বুথমুখী হন৷ এবং শুধুমাত্র নিরাপত্তা দায়িত্বে থাকে সেনা৷ কোনও আর আটকায় না তারা৷ শ্রীলঙ্কার ভোটে সংখ্যালঘু তামিল ও মুসলিমদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, মানছেন বিশেষজ্ঞরা৷ তাই সকলে যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে দেশজুড়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাস ভর্তি মুসলিম ভোটারদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, রাষ্ট্রপতি ভোটে ধুন্ধুমার শ্রীলঙ্কায়