TRENDING:

Texas Event: টেক্সাসে বন্দুকবাজের হামলা, কনসার্টে ২ দলের মধ্যে কোন্দল, বেরিয়ে এল বন্দুক, চলল এলোপাথাড়ি গুলি

Last Updated:

Texas Event: টেক্সাসে বন্দুকবাজের হামলা, মৃত ২, আহত ১৪, ‘সাদা হুডি’ পরা সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টেক্সাসে ফের বন্দুকবাজের হামলা। ঘটনায় নিহত ২ জন, গুরুতর জখম ১৪। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ অস্টিনের ৩০ কিমি উত্তরে রাউন্ড রকের ওল্ড সেটলার পার্কে জুনটিন্থ উদযাপনের সময় এই ঘটনা ঘটে।
টেক্সাসে ফের বন্দুকবাজের হামলা Photo- AP
টেক্সাসে ফের বন্দুকবাজের হামলা Photo- AP
advertisement

রাউন্ড রক পুলিশ প্রধান অ্যালেন ব্যাঙ্কস সংবাদমাধ্যমে জানান, ইভেন্টে কনসার্ট চলাকালীন দুই গ্রুপের মধ্যে ঝামেলা বেঁধে যায়। প্রথমে তর্কাতর্কি। কিছুক্ষণের মধ্যেই একে অন্যের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

আরও পড়ুন – Husband and Wife Love: স্বামী স্ত্রী-র সম্পর্ক তলানিতে এসে ঠেকল! জ্যোতিষের পরামর্শে কয়েকটি বদল, পুরনো প্রেম ঘরে ফিরল বলে…

advertisement

অ্যালেন আরও জানিয়েছেন, ১৪ জনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্য হয়েছে ২ জনের। তবে মৃত ২ জন এই ঝামেলায় জড়িত ছিলেন না। কনসার্টের জন্য তৈরি মঞ্চ থেকে কিছুটা দূরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তখনই ওই ২ জনের গুলি লাগে।

ইভেন্টে উপস্থিত পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অস্টিন-ট্র্যাভিস কাউন্টি ইএমএস-এর এক্স পোস্ট অনুযায়ী, চার প্রাপ্তবয়স্ক এবং দুই শিশুসহ ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার পুলিশ জানিয়েছে, গুলিকাণ্ডে কতজন জড়িত এখনও জানা যায়নি। সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি।

advertisement

পাশাপাশি রাউন্ড রক পুলিশ এও জানিয়েছে, গুলিকাণ্ডে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাতলা গড়নের কালো চামড়ার এক ব্যক্তিকে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করছে পুলিশ। তিনি ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। ঘটনার সময় সাদা হুডি পরেছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অন্য দিকে, ম্যাসাচুসেটসের একটি পার্টিতেও একই কাণ্ড ঘটেছে। এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছেন ৭ জন। সোশ্যাল মিডিয়ায় আয়োজিত পপ-আপ পার্টিতে জড়ো হয়েছিলেন কয়েকশো তরুণ তরুণী। দুপুর ২টো নাগাদ আচমকাই গুলিবৃষ্টি। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন ১ জন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭ জনকে। আহতদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মেথুয়েন পুলিশ প্রধান স্কট ম্যাকনামারা বলেন, সাধারণত এই ধরনের জমায়েত যেখানে হয়, পুলিশ সেই এলাকাগুলোয় নজরদারি চালায়। রবিবারের এই ঘটনা একেবারে নতুন জায়গায় ঘটেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Texas Event: টেক্সাসে বন্দুকবাজের হামলা, কনসার্টে ২ দলের মধ্যে কোন্দল, বেরিয়ে এল বন্দুক, চলল এলোপাথাড়ি গুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল