TRENDING:

দেখলে মনে হয় হাওয়াতেই ভেসে আছে, স্কিপিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের খুদেরা!

Last Updated:

ইতিমধ্যেই স্কিপিং প্লেয়ারদের এই স্কিলে মজেছেন নেটিজেনরা। ২৬,০০০-এর বেশি লাইক পড়েছে। নেটিজেনদের একাংশের কথায় এই স্কিপিংয়ের গতি অত্যন্ত বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: ভিডিওটি দেখলে প্রথমে পুরো বিষয়টি বোঝা বড় মুশকিল। মনে হয় যেন দড়ির উপরে শূন্যেই ভেসে রয়েছে খুদেরা। নিজের চোখকেই বিশ্বাস করতে সমস্যা হবে। তবে এটাই সত্যি। এক মিনিটে ২৩০ বার স্কিপিংয়ের মধ্যে দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের খুদেরা। এই স্কিপিংয়ের গতি এত ছিল যে, খালি চোখে বোঝা কষ্টকর।
advertisement

সপ্তাহখানেক আগেই নিজেদের ইনস্টাগ্রাম (ঘৃInstagram) পেইজে এই ভিডিও শেয়ার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) কর্তৃপক্ষ। শুধুমাত্র একটি দড়ির উপর ঝড়ের বেগে লাফিয়ে চলেছে একদল খুদে। ভিডিও সূত্রে জানা গিয়েছে জাপানের ই-জাম্প ফিউজি (E Jump Fuji) টিমের ১৪ জন খুদে সদস্য মাত্র এক মিনিটের মধ্যে ২৩০ বার স্কিপিং করেছে। এক্ষেত্রে ১২ জন স্কিপিংয়ের কাজ করছিল। আর দু'জন দড়ি ধরেছিল।

advertisement

ইতিমধ্যেই স্কিপিং প্লেয়ারদের এই স্কিলে মজেছেন নেটিজেনরা। ২৬,০০০-এর বেশি লাইক পড়েছে। নেটিজেনদের একাংশের কথায় এই স্কিপিংয়ের গতি অত্যন্ত বেশি। দেখলে মনে হয় যেন রীতিমতো উড়ছেন প্লেয়াররা। ভিডিওটির ভূয়সী প্রশংসা করে একজন কমেন্টে লিখেছেন, এই ভিডিও- oddly satisfying। পাশাপাশি স্কিপিং প্লেয়ারদের দক্ষতাকেও কুর্নিশ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও এক মিনিটের মধ্যে সব চেয়ে বেশি স্কিপিংয়ের রেকর্ড তৈরি হয়েছিল। ২০১৩ সালে সেই মোস্ট স্কিপিংয়ের রেকর্ড গড়েছিল জাপানের হিরোমি এলিমেন্টারি স্কুলের (Hiromi Elementary School) ছাত্ররা। ১ মিনিটে মোট ২১৭ বার স্কিপিংয়ের রেকর্ড তৈরি হয়। অন্য দিকে, ২০১৮ সালের ৮ ডিসেম্বর আরও একটি রেকর্ড তৈরি হয়। জাপানের টোকিওর শিনাগাবা (Shinagawa) বাসিন্দা হিজিকি ইকুয়েমা (Hijiki Ikuyama) ৩০ সেকেন্ডের মধ্যে একটি ১০ মিটার দড়ির উপরে সর্বাধিক স্কিপিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেন। ৩০ সেকেন্ডের মধ্যে ওই দড়ির উপর দিয়ে ২৬ বার লাফিয়ে ছিলেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, জাপানে রোপ জাম্পিং নিয়ে বরাবরই এক আলাদা উন্মাদনা দেখা যায়। তাই একের পর এক রেকর্ড তৈরি হতে থাকে। সেই সূত্রে ২০১৭ সালে এক মহিলা ডাবল-ডাচ স্টাইল স্কিপিংয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। জাপানের ইবারাকিতে (Ibaraki) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিন সদস্যের এক দল ৩০ সেকেন্ডের মধ্যে ১২৯ বার স্কিপিং করেন। এর গতি এত বেশি ছিল যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে পরে স্লো মোশনে পুরো ভিডিও দেখতে হয়!

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
দেখলে মনে হয় হাওয়াতেই ভেসে আছে, স্কিপিংয়ে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের খুদেরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল