TRENDING:

ছেলের বিয়েতে আহ্লাদে আটখানা বাবা! হাওয়ায় ওড়ালেন ১৫ কোটি টাকা!

Last Updated:

একটি বিয়ে বাড়িতে ওড়ানো হল ১৫ কোটি টাকা । ঘটনাটি ঘটেছে পাকিস্তানে । ছেলের বিয়েতে এতটাই আনন্দিত হয়েছেন বাবা যে ১৫ কোটি টাকা হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: আজকের দিনে বিয়ে একটা মস্ত বড় ইবেন্টে পরিণত হয়েছে । বিয়ের নিয়ম, আচার, রীতি মারার থেকেও অনেক বড় হয়ে দাঁড়িয়েছে সঠিক পরিকল্পনা মতো, পিকচার পারফেক্ট ওয়েডডিং সেরিমনি সকলের সামনে উপস্থিত করা । আর সে জন্যই বিয়ের সাজ-পোশাক, খাওয়া-দাওয়া, অন্দরসজ্জা, ফোটোগ্রাফি সবকিছু নিয়েই মানুষ এখন ভীষণ ভাবিত । সকলেই চান তাঁর বিয়ে অন্য সবার থেকে আলাদা হোক । সর্বপরি বিয়েতে সবসময়ই কিছু নতুনত্ব, কিছু অভিনবত্ব, কিছু চমক দিতে চান সকলে । সে জন্যই বিয়ে বাড়িতে নানারকম আজব, মজার কাণ্ড কারখানা দেখা যায় । উদ্ভট নানারকম পরিকল্পনাও করে থাকেন বর বা কনে পক্ষ । যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করা যায় সহজে ।
advertisement

এমনই একটি বিয়ে বাড়িতে ওড়ানো হল ১৫ কোটি টাকা । ঘটনাটি ঘটেছে পাকিস্তানে । ছেলের বিয়েতে এতটাই আনন্দিত হয়েছেন বাবা যে ১৫ কোটি টাকা হাওয়ায় উড়িয়ে দিলেন তিনি । খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনার ভিডিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিয়ের আসরে বর এবং কনে প্রবেশ করার সময় গোলাপের পাঁপড়ি ছড়ানোর রেওয়াজ অনেকেই পালন করেন । অনেক সময় টাকাও ছড়ানো হয় । কিন্তু তা বলে কোটি কোটি টাকা এ ভাবে ছড়ানোর উদাহরণ বিরল । জানা গিয়েছে হরিয়ানা থেকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বিয়ে করতে গিয়েছিলেন এক ব্যক্তি । আর সেই সময়ই বর ও কনের ভাই মিলে অন্যরকম কিছু করার পরিকল্পনা করেন । একটি হেলিকপ্টার ভাড়া করেন তাঁরা । আর সেই কপ্টার থেকেই গোলাপের পাঁপড়ি আর টাকা ছড়ানো হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ছেলের বিয়েতে আহ্লাদে আটখানা বাবা! হাওয়ায় ওড়ালেন ১৫ কোটি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল