TRENDING:

সিনেমা হলের মেঝে খুঁড়তেই পাওয়া গেল থরেথরে সাজানো সোনার কয়েন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# ইতালি: বহুদিনের বন্ধ হয়ে যাওয়া, পরিত্যক্ত এক সিনেমা হল ! মালিক ঠিক করলেন, হলটি ভেঙে লাক্সারি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করবেন। শ্রমিকরা হল ভাঙার কাজে লেগে পড়লেন ! কিন্তু তারপর যা হল...
advertisement

হল ভাঙতে গিয়ে প্রায় অজ্ঞান হয়ে গেলেন শ্রমিকরা। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না ! কিন্তু কেন? বন্ধ সিনেমা হলেও যেন সিনেমা চলছে! মেঝে খুঁড়তেই বেরিয়ে এল বহু পুরনো মাটি লেগে থাকা একটা পাত্র। পাত্রের মুখে ছোট একটা ঢাকনা। কৌতূহলবশত পাত্রের ঢাকনা সরাতেই হতবাক শ্রমিকরা। ভিতরে কী যেন চকচক করছে! দেখা গেল ভিতরে থরেথরে সাজানো রয়েছে গোলাকার সোনালী বর্ণের প্রচুর কয়েন।

advertisement

ডাক পড়ে প্রত্নতত্ত্ববিদের। সব কিছু খতিয়ে দেখে রীতিমতো হতচকিয়ে গেলেন তাঁরাও। পাত্রের ভিতরে রয়েছে রোমান সাম্রাজ্যের সময়কার, বহু মূল্যবান কয়েন। আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। বিস্ময়কর ঘটনাটি ঘটেছে রোমের নোভাম কুমাম শহর। ১৮৭০ সালে সেখানে একটি থিয়েটারের উদ্বোধন হয়েছিল। পরে সেটিই সিনেমা হলে পরিণত হয়। কিন্তু ১৯৯৭ সালে সিনেমা হলটি বন্ধ হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতালি সংস্কৃতি মন্ত্রক ওই জায়গায় বহুতল বানানোর কাজ বন্ধের নির্দেশ দিয়েছে। প্রত্নতত্ত্ববিদেরা ওই জায়গায় খনন করে আরও ইতিহাসের সন্ধান করবেন বলে জানিয়েছেন রোমের সংস্কৃতিমন্ত্রী অ্যালবার্টো বনিসলি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
সিনেমা হলের মেঝে খুঁড়তেই পাওয়া গেল থরেথরে সাজানো সোনার কয়েন