TRENDING:

বয়ফ্রেন্ড কম দামি আংটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নিলেন গার্লফ্রেন্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কে বলেছে ভালবাসার কাছে সব কিছু অর্থহীন? বাকি সব কিছু অর্থহীন হয়ে গেলেও অর্থের যে মূল্য কোনওভাবেই কমে না তা হাড়ে হাড়ে প্রেমিককে বুঝিয়ে দিলেন এই প্রেমিকা৷ সাধ করে প্রেমিকাকে কিনে হিরের আংটি কিনে দিয়েছিলেন প্রেমিক৷ ভুল করে আংটির সঙ্গে থেকে গিয়েছিল বিল৷ আর তাতেই বেজায় চটেছেন প্রেমিকা৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় অনামে পোস্ট করে তাকে সস্তা উপহার দেওয়ার জন্য প্রেমিককে একহাত নিলেন প্রেমিকা৷ তার মতে, তার প্রেমিকের মাসে ছয় অঙ্কের বেতন পায়৷ অথচ আংটি দেখে মনে হচ্ছে খুবই সস্তা৷ প্রেমিকের কাছ থেকে তিনি আরও দামি উপহার প্রত্যাশা করেছিলেন বলে জানান৷

photo: Social Media

advertisement

সরু সোনার রিঙের ওপর একটি ছোট্ট হিরে৷ প্রেমিকা জানান আংটি দেখতে সুন্দর হলেও বয়ফ্রেন্ডের তাকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্তও তার ভাল লাগেনি৷ দুজনে মিলে গিয়ে পছন্দ করেই আংটি কেনার ইচ্ছা ছিল তার৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পোস্ট দেখার পর বয়ফ্রেন্ডের অফিসের সহকর্মী তাকে জানান, যে আংটির মাপ ও দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত অসন্তোষ প্রকাশ করতে পারে সে কখনই তার জন্য উপযুক্ত প্রেমিকা নয়৷ সেই মন্তব্যে বিরক্তি প্রকাশ করতেও ভোললেনি প্রেমিকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
বয়ফ্রেন্ড কম দামি আংটি দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নিলেন গার্লফ্রেন্ড