TRENDING:

পার্কিং লটে আপনা আপনিই উঠে যাচ্ছে গ্যারাজের শাটার, হাড়হিম করা ভৌতিক ভিডিও প্রকাশ করল পুলিশ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি : আপনি ভাবেন আমি - আপনিই ভুতে বিশ্বাস করি ৷ অশরীরি-র কথা ভাবলেই শিউড়ে ওঠে ভিতরটা ৷ কিম্বা আপনি নেহাতই  ডাকাবুকো মানেন না ভুত কি ৷ আপনার বিশ্বাস শুধুমাত্র নিজের ওপর ৷
advertisement

আপনি যে ক্যাটাগরিরই হোন , জানেন কি খোদ পুলিশরাও ভুতের অস্তিত্ব নিয়ে ঘোর সংশয়ে রয়েছেন ৷ তাও আবার দিশি পুলিশ নয় একেবারে ভিনদেশী পুলিশ ৷ নিউ সাউথ ওয়েলসের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভৌতিক ভিডিও পোস্ট হয়েছে ৷ যা নিয়ে ভুত বিশারদরা নিয়মিত চর্চা করতে পারেন ৷

ভিডিওটি কয়েক লক্ষ ভিউ, কয়েক হাজার শেয়ার রয়েছে ৷ NSW পুলিশ ফোর্স যে ট্যাগলাইন দিয়ে ভিডিওটি পোস্ট করেছে সেটা পড়লেই শিরদাঁড়া দিয়ে হিমস্রোত নেমে যেতে পারে ৷ ‘কে পুলিশ স্টেশন কারপার্কে গ্যারেজ খুলে গেছে সেটা খতিয়ে দেখতে দেখা হয়েছিল সিসিটিভি ফুটেজ ৷ যা দেখা গেল তাতে শিরদাঁড়া বেয়ে নামবে শিহরণ ৷ ঠিক ভোরের আগে যখন কারপার্ক ফাঁকা ছিল , এমন সময় একটা গ্যারেজ যেটা দিনের বেলা ব্যবহার হয়নি সেটার শাটার হঠাৎ করেই খুলতে শুরু করল ৷ দরজা খোলা অবস্থায় হঠাৎই ঝাঁটা বেরিয়ে আসে ৷ কোনও বিদেহী আত্মার কাজ ৷ প্রথমে ঝাঁটাটা সোজা ছিল তারপর সেটা পড়ে গেল ৷’

advertisement

‘একজন টেকনিশিয়ান দরজাটি খতিয়ে দেখছে ৷ সেই ঝাঁটাটা এখন ভুতের ঝাঁটা ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
পার্কিং লটে আপনা আপনিই উঠে যাচ্ছে গ্যারাজের শাটার, হাড়হিম করা ভৌতিক ভিডিও প্রকাশ করল পুলিশ !