ট্রুথ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি ইজরায়েল এবং হামাস অবশেষে প্রথম পর্যায়ের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে৷ এর অর্থ সমস্ত যুদ্ধবন্দিরা অবশেষে মুক্তি পাবেন৷ দু’পক্ষের সহমতে টানা নির্দিষ্ট এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইজরায়েল৷ একটি শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদি শান্তির পথে প্রথম পদক্ষেপ৷’’
এর সাথেই ট্রাম্প লেখেন, ‘‘প্রত্যেক পক্ষের সঙ্গে সদ্ব্যবহার করা হবে৷ আরব এবং মুসলিম ওয়ার্ল্ডের পক্ষে, ইজরায়েল এবং তার পার্শ্ববর্তী দেশগুলি এবং আমেরিকার কাছে এটা দুর্দান্ত একটা দিন৷ যাঁরা শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে কাতার, ইজিপ্ট এবং তুরস্ক তাঁদের ধন্যবাদ৷’’
advertisement
আরও পড়ুন: রসায়নে নোবেল পাচ্ছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি
আগেই হোয়াইট হাউস জানিয়েছে যে, প্রেসিডেন্ট শুক্রবার ওয়াল্টার রিড হাসপাতালে একটি নিয়মিত শারীরিক পরীক্ষা করাবেন, তারপরে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে যাবেন।
“মধ্যস্থতাকারীরা ঘোষণা করছেন যে আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সমস্ত বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়ার উপর একটি চুক্তিতে পৌঁছেছে, যা যুদ্ধের অবসান যুদ্ধবন্দিদের মুক্তির পথ খুলবে। বিস্তারিত পরে ঘোষণা করা হবে,” প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডঃ মাজেদ আল আনসারি X-এ পোস্টে লেখেন।
নেতানিয়াহু আরও বলেন যে, ইজরায়েল শীঘ্রই গাজা থেকে সকল সেনাকে দেশে ফিরিয়ে আনবে। “ঈশ্বরের সাহায্যে আমরা তাদের সকলকে দেশে ফিরিয়ে আনব।”
হামাসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সমস্ত আরব, ইসলামিক ও আন্তর্জাতিক পক্ষকে সাক্ষী রেখে তাঁরা এই চুক্তি স্বাক্ষর করছেন৷