TRENDING:

Parle G Price in Gaza: খাবারের জন্য হাহাকার, কালোবাজারি! গাজায় কত দামে বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি? শুনলে চমকে উঠবেন

Last Updated:

যে পার্লে জি বিস্কুট ৫০০ গুন চড়া দামে বিক্রি হচ্ছে, সেগুলিও সম্ভবত ত্রাণের মাধ্যমেই গাজায় এসে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধ্বস্ত গাজা৷ মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই৷ ক্ষুধার্ত, অসহায়, সব হারানো গাজার শিশুদের দেখে চোখ ভিজেছে গোটা বিশ্বের৷ কিন্তু সেই গাজাতেও পরিস্থিতির সুযোগ নিয়ে শুরু হয়েছে কালোবাজারি৷ সেই কালোবাজারি এমন পর্যায়ে পৌঁছেছে যে ৫ টাকার পার্লে জি বিস্কুট গাজায় বিক্রি হচ্ছে পাঁচশো গুন বেশি দামে৷ খাবারের হাহাকার এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজায় এক প্যাকেট পার্লে জি বিস্কুট বিক্রি হচ্ছে ২৪ ইউরোতে৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২৩৪২ টাকা৷
গাজায় খাবারের কালোবাজারি৷
গাজায় খাবারের কালোবাজারি৷
advertisement

একটি ভাইরাল পোস্টে এমনই দাবি করেছেন গাজার এক বাসিন্দা৷ নিজের মেয়ের জন্য পার্লে জি বিস্কুট কেনার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি৷ ভারতে যে পার্লে জি সবথেকে সস্তা খাবারগুলির মধ্যে অন্যতম, সেই পার্লে জি-র দাম ২৩৪২ টাকা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন অনেকেই৷

মহম্মদ জাওয়াদ নামে ওই ব্যক্তি লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত রাভিফকে ওর প্রিয় বিস্কুট দিতে পারলাম৷ ওই বিস্কুটের দাম দেড় ইউরো থেকে বেড়ে ২৪ ইউরো হয়ে গেলেও ওকে আমি না বলতে পারলাম না৷’ তবে এক্স হ্যান্ডেলে ওই পোস্টের সঙ্গে দেওয়া ছবি ও ভিডিও-তে দেখা গিয়েছে, মহম্মদ জাওয়াদের হাতে একত্রে ১২টি পার্লে জি প্যাকেট রয়েছে৷ ফলে ওই ব্যক্তি একটি পার্লে জি প্যাকেটের দামের কথা বলেছেন, নাকি একটি ৫ টাকার প্যাকেটের দাম উল্লেখ করেছেন, তা পরিষ্কার নয়৷ তবে ১২টি প্যাকেটের দাম ধরলেও আসল এবং কালোবাজারের দামের মধ্যে আকাশ-পাতাল তফাত৷

advertisement

২০২৩ সালের অক্টোবর মাসের পর থেকে ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকেই গাজায় ধীরে ধীরে খাবারের সরবরাহ কমেছে৷ এ বছরের ২ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে গাজা ভূখণ্ডে খাবার সহ জরুরি পণ্যের সরবরাহ কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়৷ আন্তর্জাতিক চাপের পর শুধুমাত্র ত্রাণ নিয়ে যাওয়া কয়েকটি ট্রাককেই গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়৷

advertisement

অভিযোগ উঠছে, যে ত্রাণ আসছে, তার কতটা সত্যিই গাজার ক্ষুধার্ত বাসিন্দা এবং শিশুদের হাতে পৌঁছচ্ছে, তা নিয়েই বড়সড় সংশয় রয়েছে৷ অভিযোগ, ত্রাণের মাধ্যমে গাজায় আসা খাবারই বিভিন্ন হাত ঘুরে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, চলছে দেদার কালোবাজারি৷

advertisement

যে পার্লে জি বিস্কুট ৫০০ গুন চড়া দামে বিক্রি হচ্ছে, সেগুলিও সম্ভবত ত্রাণের মাধ্যমেই গাজায় এসে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে৷ তবে শুধু পার্লে জি নয়, এর সঙ্গে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসও এমন অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে৷ এক নজরে দেখে নিন ৬ জুন গাজায় কোন খাদ্যপণ্যের দাম কত-

১ কেজি চিনি- ৪৯১৪ টাকা

advertisement

১ কেজি রান্নার তেল- ৪১৭৭ টাকা

১ কেজি আলু- ১৯৬৫ টাকা

১ কেজি পেঁয়াজ- ৪৪২৩ টাকা

১ কাপ কপি- ১৮০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কয়েক দশক ধরেই ভারতীয়দের আবেগ, নস্ট্যালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে পার্লে জি৷ ১৯৩৮ সালে প্রথমবার এই বিস্কুট বাজারে এলেছিল৷ ৫ টাকায় আগে ১০০ গ্রাম বিস্কুট পাওয়া গেলেও এখন প্যাকেটে ৫৫ গ্রাম বিস্কুট থাকে৷ ২০২৩ সালে প্রথম ভারতীয় এফএমজিসি পণ্য হিসেবে গোটা বিশ্বে ৫০০০ কোটি টাকার ব্যবসা করেছিল পার্লে জি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Parle G Price in Gaza: খাবারের জন্য হাহাকার, কালোবাজারি! গাজায় কত দামে বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি? শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল