TRENDING:

Parle G Price in Gaza: খাবারের জন্য হাহাকার, কালোবাজারি! গাজায় কত দামে বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি? শুনলে চমকে উঠবেন

Last Updated:

যে পার্লে জি বিস্কুট ৫০০ গুন চড়া দামে বিক্রি হচ্ছে, সেগুলিও সম্ভবত ত্রাণের মাধ্যমেই গাজায় এসে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধ্বস্ত গাজা৷ মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই৷ ক্ষুধার্ত, অসহায়, সব হারানো গাজার শিশুদের দেখে চোখ ভিজেছে গোটা বিশ্বের৷ কিন্তু সেই গাজাতেও পরিস্থিতির সুযোগ নিয়ে শুরু হয়েছে কালোবাজারি৷ সেই কালোবাজারি এমন পর্যায়ে পৌঁছেছে যে ৫ টাকার পার্লে জি বিস্কুট গাজায় বিক্রি হচ্ছে পাঁচশো গুন বেশি দামে৷ খাবারের হাহাকার এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজায় এক প্যাকেট পার্লে জি বিস্কুট বিক্রি হচ্ছে ২৪ ইউরোতে৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ২৩৪২ টাকা৷
গাজায় খাবারের কালোবাজারি৷
গাজায় খাবারের কালোবাজারি৷
advertisement

একটি ভাইরাল পোস্টে এমনই দাবি করেছেন গাজার এক বাসিন্দা৷ নিজের মেয়ের জন্য পার্লে জি বিস্কুট কেনার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি৷ ভারতে যে পার্লে জি সবথেকে সস্তা খাবারগুলির মধ্যে অন্যতম, সেই পার্লে জি-র দাম ২৩৪২ টাকা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন অনেকেই৷

মহম্মদ জাওয়াদ নামে ওই ব্যক্তি লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত রাভিফকে ওর প্রিয় বিস্কুট দিতে পারলাম৷ ওই বিস্কুটের দাম দেড় ইউরো থেকে বেড়ে ২৪ ইউরো হয়ে গেলেও ওকে আমি না বলতে পারলাম না৷’ তবে এক্স হ্যান্ডেলে ওই পোস্টের সঙ্গে দেওয়া ছবি ও ভিডিও-তে দেখা গিয়েছে, মহম্মদ জাওয়াদের হাতে একত্রে ১২টি পার্লে জি প্যাকেট রয়েছে৷ ফলে ওই ব্যক্তি একটি পার্লে জি প্যাকেটের দামের কথা বলেছেন, নাকি একটি ৫ টাকার প্যাকেটের দাম উল্লেখ করেছেন, তা পরিষ্কার নয়৷ তবে ১২টি প্যাকেটের দাম ধরলেও আসল এবং কালোবাজারের দামের মধ্যে আকাশ-পাতাল তফাত৷

advertisement

২০২৩ সালের অক্টোবর মাসের পর থেকে ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকেই গাজায় ধীরে ধীরে খাবারের সরবরাহ কমেছে৷ এ বছরের ২ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে গাজা ভূখণ্ডে খাবার সহ জরুরি পণ্যের সরবরাহ কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়৷ আন্তর্জাতিক চাপের পর শুধুমাত্র ত্রাণ নিয়ে যাওয়া কয়েকটি ট্রাককেই গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়৷

advertisement

অভিযোগ উঠছে, যে ত্রাণ আসছে, তার কতটা সত্যিই গাজার ক্ষুধার্ত বাসিন্দা এবং শিশুদের হাতে পৌঁছচ্ছে, তা নিয়েই বড়সড় সংশয় রয়েছে৷ অভিযোগ, ত্রাণের মাধ্যমে গাজায় আসা খাবারই বিভিন্ন হাত ঘুরে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে, চলছে দেদার কালোবাজারি৷

advertisement

যে পার্লে জি বিস্কুট ৫০০ গুন চড়া দামে বিক্রি হচ্ছে, সেগুলিও সম্ভবত ত্রাণের মাধ্যমেই গাজায় এসে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে৷ তবে শুধু পার্লে জি নয়, এর সঙ্গে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসও এমন অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে৷ এক নজরে দেখে নিন ৬ জুন গাজায় কোন খাদ্যপণ্যের দাম কত-

১ কেজি চিনি- ৪৯১৪ টাকা

advertisement

১ কেজি রান্নার তেল- ৪১৭৭ টাকা

১ কেজি আলু- ১৯৬৫ টাকা

১ কেজি পেঁয়াজ- ৪৪২৩ টাকা

১ কাপ কপি- ১৮০০ টাকা

কয়েক দশক ধরেই ভারতীয়দের আবেগ, নস্ট্যালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে পার্লে জি৷ ১৯৩৮ সালে প্রথমবার এই বিস্কুট বাজারে এলেছিল৷ ৫ টাকায় আগে ১০০ গ্রাম বিস্কুট পাওয়া গেলেও এখন প্যাকেটে ৫৫ গ্রাম বিস্কুট থাকে৷ ২০২৩ সালে প্রথম ভারতীয় এফএমজিসি পণ্য হিসেবে গোটা বিশ্বে ৫০০০ কোটি টাকার ব্যবসা করেছিল পার্লে জি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Parle G Price in Gaza: খাবারের জন্য হাহাকার, কালোবাজারি! গাজায় কত দামে বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি? শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল