গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল বেশ কিছু সংস্থা ৷ এরমধ্যে প্রায় ৬১ শতাংশ সংস্থায় উচু পদে ১জন বা ২জন LGBT সম্প্রদায়ের মানুষ ৷ গবেষকরা বলছেন LGBT ভুক্ত বস অনেক ক্ষেত্রেই তৃণমূলস্তরের মানুষের বেশি খেয়াল রাখেন ৷ যার ফলে নীচুতলার মানুষের কাজে মনোযোগ থাকে এবং কাজের উৎপাদন ক্ষমতা বাড়ে ৷ সুপ্রিম কোর্টে ৩৭৭ ধারা খারিজ হওয়া এমনিতেই খুশি LGBT সম্প্রদায়ের মানুষ ৷ তার ওপর মার্কিট বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে এই সম্প্রদায়ে ৷
advertisement
আরও পড়ুন যে দেশগুলিতে হোমোসেক্স অপরাধ নয়, যুক্ত হচ্ছে ভারতও! তালিকা বাড়ছে...
কর্মক্ষেত্রে অবহেলিত বা বিতাড়িত এই মানুষগুলো যে কাজের ব্যাপারে সমান দক্ষ বা অনেক ক্ষত্রেই অনেক এগিয়ে,গবেষণার তথ্যে তাই প্রমাণিত ৷ এখনও নিজেদের স্বাধীনতার লড়াই অনেক বাকি তবে এমন গবেষণা যে তাদের মনের জোড় বাড়াতে আর জোগাবে লাড়াইয়ের ক্ষমতা তা নিস্বন্দেহে বলা যায় ৷