পুলিশ জানিয়েছে, তিনজন অভিযুক্তের বয়স ১৮,২০ ও ২৪ ৷ রবিবার ৩০ বছরের এক মহিলাকে তারা গণধর্ষণ করে ৷ তার ঠিক আগে ফেসবুক লাইভ করে তাদের উদ্দেশ্যের কথা জানায় ৷ ভিডিওতে দেখা যায় মহিলাকেও ৷ এরপরই বেশ কয়েকজন নেটিজেনরা পুলিশকে বিষয়টি জানায় ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকেই উপ্পসালার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করে পুলিশ ৷ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করেন নির্যাতিতাকে ৷ হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তদের ৷
advertisement
নির্যাতিতা জানান শুধু ফেসবুক লাইভ নয়, তার বেশ কেয়কটি আপত্তিকর ছবি তুলে তারা স্ন্যাপট্যাটেও আপলোড করেছে ৷ সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে সমস্ত নেটিজেনদের কাছে আবেদন জানানো হয়েছে তাদের কাছে ওই মহিলার যা যা আপত্তিকর ছবি আছে তা যেন তারা পুলিশের হাতে তুলে দেয় ৷পুলিশে জানিয়েছে, তাদের তাছে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে, তবে মহিলার উপর নির্যাতনের কোনও ছবি তারা এখনও পায়নি ৷
ফেসবুক কর্তৃপক্ষ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ৷ পাশাপাশি জানিয়েছেন এরপর ভবিষ্যতে ফেসবুকে কী আপলোড হচ্ছে সেই বিষয়ে তারা আরও সতর্ক হবে ৷