লিখলেন, আপনাদের অনেকের মতোই আমিও ক্যানসারের গ্রাসে পড়েছি। এই কঠিন পরিস্থিতি আমাদের শিখিয়েছে আমি এবং জিল, আমরা দু’জন সবচেয়ে দৃঢ়, শক্তিশালী। আপনাদের ভালবাসা এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বাড়ার কারণে প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট গ্রন্থিতে একটি নতুন সমস্যা পাওয়া যায়। শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)। ক্যানসারটি ইতিমধ্যেই হাড়ে ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসা সম্ভব।’
তাঁর অসুস্থতার খবরে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘আমি ও মেলানিয়া জো বাইডেনের খবর শুনে গভীরভাবে মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি’।
প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাঁর স্বামী ডগলাস এমহফও বাইডেনের সুস্থতা কামনা করে বলেন, ‘ডগ এবং আমি প্রেসিডেন্ট বাইডেনের প্রোস্টেট ক্যানসারের খবর শুনে গভীরভাবে মর্মাহত। আমরা বাইডেন পরিবার ও ড. জিল বাইডেনের কথা ভেবে প্রার্থনা করছি।’
জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই বাইডেনের প্রস্রাবে সমস্যা হচ্ছিল। এরপর শুক্রবার তাঁর সম্পূর্ণ শরীরের পরীক্ষা করা হলে জানা যায়, তিনি হাই গ্রেড ক্যানসারে ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, হাড়ে ক্যানসার ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন। তিনি সে সময় হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।