TRENDING:

ইয়েতির নয়, পায়ের ছাপ আসলে ভালুকের! জানাল নেপাল আর্মি...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নেপাল: ইয়েতি বা তুষার-মানব৷ যে তাকে সাক্ষাত্‍‌‍ দেখেছে, সে নাকি আর ফিরে আসেনি৷ বরফাবৃত বিপদসঙ্কুল পাহাড়ের নানা রহস্যের মধ্যে ইয়েতি একটি অন্যতম রহস্য৷ অনেক ছবি, তথ্যচিত্র তৈরি হয়েছে ইয়েতি নামক রহস্যময় প্রাণীটিকে নিয়ে৷ কিন্তু প্রাণীটির অস্তিত্ব নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ ভারতীয় সেনা দাবি করেছিল, তাঁরা বরফাবৃত হিমালয়ে ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন৷ এবং ছবিও শেড়ার করেছিলেন। তারপর থেকেই দানা বাধতে শুরু করে নানা রহস্য। তাহলে কি সত্যিই আছে ইয়েতি!
advertisement

না সে গুড়ে বালি। ওই পায়ের ছাপ ইয়েতির নয়। জংলি ভালুকের। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বহুবার ভালুকটিকে দেখেছেন। আয়তনে বেশ বড় ভালুকটি। ওত বড় আয়তনের ভালুক ওই একটিই আছে বলে দাবি করেন ওখানকার বাসিন্দারা। তাদের দাবি ওই ভালুকটি নিজের বাচ্চাকে সঙ্গে নিয়ে হাঁটছিল বলেই পায়ের ছাপ অত বড় হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে একমত হয়েছেন নেপাল আর্মির মুখপাত্রও। তিনিও আজ এই একই কথা জানান। সোমবার যে ছবি সামনে আসে তা ইয়েতির নয় এক ভালুকের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইয়েতির নয়, পায়ের ছাপ আসলে ভালুকের! জানাল নেপাল আর্মি...