পরিবারকে সঙ্গে নিয়ে বেজিংয়ের সাফারি পার্কে ঘুরতে বেড়িয়েছিলেন এক চীনা পরিবার ৷ গাড়ির সামনে সিটে বসেছিলেন কর্তা ও স্ত্রী ৷ পিছনের সিটে পরিবারে অন্যান্য লোকেরা ৷ পার্কের ভিতর গাড়ি কিছুটা এগোতেই, গাড়ির ভিতরই ঝগড়ায় মেতে উঠলেন স্বামী-স্ত্রী ৷ রাগে আগুন হলেন স্ত্রী ৷ দুম করে নেমে পড়লেন গাড়ি থেকে ৷ অন্যদিকে মাইকে নিরাপত্তারক্ষীরা ক্রমাগত বলেই চলল, গাড়ি থেকে নামবেন না !
advertisement
হঠাৎই ঘটে গেল কাণ্ড, জঙ্গল থেকে বেরিয়ে এল বাঘ ! সোজা ঝাঁপ দিল মহিলার ওপর৷ এক সেকেন্ডে বদলে গেল পরিস্থিতি ৷ মহিলাকে মুখে নিয়ে বাঘের দৌঁড় ! পুরো ব্যাপারটাতেই হতচকিত গোটা পরিবার, গাড়ি থেকে নেমে ছুটলেন বাঘের পিছনে ৷ বিপদ তাতে বাড়ল আরও ৷ আগের মহিলাকে ছেড়ে দিয়ে বাঘ ঝাঁপ দিল অন্য মহিলার দিকে ৷ দ্বিতীয় মহিলাকে মুখে নিয়ে জঙ্গলে ঢুকে গেল বাঘ ! নিরাপত্তারক্ষীরা সময়মতো এলেও, বাঁচাতে পারেনি দ্বিতীয় মহিলাকে ! দেখুন সেই সিসিটিভি ফুটেজ !