TRENDING:

আকাশছোঁয়া আটার দাম, এক বেলাও পাতে রুটি পাওয়া নিয়ে আশঙ্কায় পাকিস্তান

Last Updated:

এক কেজি আটার দাম রবিবার দাঁড়িয়েছে ৬২ টাকা ৷ কোনও কোনও রাজ্যে তো এক কেজি আটার জন্য ৭০ টাকারও বেশি দাম চাইছেন বিক্রেতারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: অর্থনীতির বেহাল অবস্থা ৷ একইসঙ্গে পাল্লা দিচ্ছে মূল্যবৃদ্ধি ৷ পেট্রোল-ডিজেলই শুধু নয়, দুধ, টমেটোর মতো রোজকার অত্যাবশকীয় খাবারের আকাশছোঁয়া দামে প্রায় আধপেটা খেয়েই দিন কাটাচ্ছেন দেশবাসী ৷ এবার গোদের উপর বিষফোঁড়া ৷ আটার দামে হাতে ছ্যাঁকা ৷ এক কেজি আটার দাম রবিবার দাঁড়িয়েছে ৬২ টাকা ৷ কোনও কোনও রাজ্যে তো এক কেজি আটার জন্য ৭০ টাকারও বেশি দাম চাইছেন বিক্রেতারা ৷ গত এক সপ্তাহে প্রতি কিলো আটার দাম পাঁচ টাকা করে বেড়েছে ৷
advertisement

মূল্যবৃদ্ধির ঘটনায় নাজেহাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তার সরকারের দাবি, এই খবর সর্বৈব মিথ্যে ৷ সরকারি গুদামে এখনও প্রচুর গম মজুদ আছে তাই চাহিদা ও উৎপাদনের মধ্যে কোনও ভারসাম্য নষ্ট হওয়ার ঘটনা ঘটেনি ৷ অন্যদিকে, তিনি অবিলম্বে আটার দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে ৷ মূল্যবৃদ্ধির এই ঘটনায় পাঞ্জাব প্রদেশের ক্রুদ্ধ একাধিক দল সরকারকে পাঁচদিনের সময় দিয়েছে ৷ এর মধ্যে দাম নিয়ন্ত্রণে না আনা হলে অনির্দিষ্টকালের জন্য হরতালের হুমকিও দিয়েছেন তারা ৷ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি সংগঠনও সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, মাসখানেক আগেও পাকিস্তানের করাচিতে ৪৫০ টাকায় ১০ কেজি আটা পাওয়া যেত ৷ সেখানে এখন ১০ কিলো আটার জন্য দিতে হচ্ছে ৬২০ থেকে ৭০০ টাকা ৷ আটার দাম বাড়ার আসল কারণ হিসেবে আচমকা গমের দাম বেড়ে যাওয়াকেই দায়ী করছেন  বিক্রেতারা  ৷ এর পরই অ্যাসোসিয়েশনের তরফে প্রতি কিলো আটার দাম ছ’টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷ এতেই সাধারণ মানুষের পাতে এখন রুটির দেখা পাওয়া দুলর্ভ ৷ অন্যদিকে, রুটি ও নানের দাম বাড়ানোর অনুমতি চেয়ে রেস্তোরাঁ ও ধাবা মালিকেরা রাজ্য সরকারের দ্বারস্থ ৷ দাম বাড়াতে না দেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা ৷ বিগত ১৭ বছরের সব থেকে খারাপ অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে পাকিস্তানে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আকাশছোঁয়া আটার দাম, এক বেলাও পাতে রুটি পাওয়া নিয়ে আশঙ্কায় পাকিস্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল