TRENDING:

Flight to UAE: সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে উড়ানে চাপার আগে দেখে নিন চেক-ইন লাগেজে নিষিদ্ধ সামগ্রীর তালিকা

Last Updated:

Flight to UAE: সম্প্রতি নিষিদ্ধ সামগ্রীর তালিকা শেয়ার করা হয়েছে। ফলে যাঁরা ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ানে চেপে পাড়ি দেবেন, তাঁরা কিছু জিনিস সেখানে নিয়ে যেতে পারবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিদেশে বসবাসকারী অধিকাংশ ভারতীয় বিদেশের মাটিতে বসে দেশের স্বাদ উপভোগ করার জন্য আচার-পাঁপড়-সহ নানা খাবার নিয়ে উড়ানে যাতায়াত করেন। আর সবথেকে বড় কথা হল, এগুলো শুধুই খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার-প্রিয়জনের ছোঁয়া এবং ভালবাসা। এর মাধ্যমেই দেশকে মিস করার দুঃখ কিছুটা হলেও ভুলে থাকা যায়। তবে যাঁরা সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন, কিংবা ভারত থেকে সেখানে পাড়ি দিচ্ছেন, তাঁরা কিছু জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না।
 যাঁরা ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ানে চেপে পাড়ি দেবেন, তাঁরা কিছু জিনিস সেখানে নিয়ে যেতে পারবেন না
যাঁরা ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ানে চেপে পাড়ি দেবেন, তাঁরা কিছু জিনিস সেখানে নিয়ে যেতে পারবেন না
advertisement

সম্প্রতি নিষিদ্ধ সামগ্রীর তালিকা শেয়ার করা হয়েছে। ফলে যাঁরা ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ানে চেপে পাড়ি দেবেন, তাঁরা কিছু জিনিস সেখানে নিয়ে যেতে পারবেন না। যেসব নিষিদ্ধ সামগ্রী সাধারণ ভাবে যাত্রীদের লাগেজে পাওয়া যায়, সেগুলির মধ্যে অন্যতম হল শুকনো নারকেল, আতসবাজি, দাহ্য বস্তু, পার্টি পপার্স, দেশলাই, রং, কর্পূর, ঘি, আচার এবং অন্যান্য তৈলাক্ত খাদ্যসামগ্রী।

advertisement

তবে উড়ানে সফর করার সময় আরও যে বস্তুগুলি নিষিদ্ধ, সেগুলির মধ্যে অন্যতম হল ই-সিগারেট, লাইটার, পাওয়ার ব্যাঙ্ক এবং স্প্রে বোতল। আসলে এই সমস্ত সামগ্রী বিস্ফোরণের জন্য দায়ী হতে পারে।

সংযুক্ত আরব আমিরশাহিতে ভ্রমণকারী বেশির ভাগ যাত্রী নিষিদ্ধ সামগ্রীর তালিকা সম্পর্কে অবগত নন। এই সমস্ত সামগ্রী সঙ্গে নিয়ে ভ্রমণ করা অত্যন্ত বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে। কারণ এটা উড়ানের মধ্যে বিস্ফোরণের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়। গত বছর মাত্র ১ মাসে যাত্রীদের চেক-ইন লাগেজে ৯৪৩টি নারকেল পাওয়া গিয়েছিল। আসলে শুকনো নারকেলের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে, যা অগ্নি সংযোগের আশঙ্কা বহু গুণ বাড়িয়ে দিতে পারে।

advertisement

উড়ানে নিষিদ্ধ পণ্যের তালিকা নিম্নোক্ত:

শুকনো নারকেল

আতসবাজি

দাহ্য পদার্থ

পার্টি পপার্স

দেশলাই

রঙ

কর্পূর

ঘি

আচার

তৈলাক্ত খাবার

ই-সিগারেট

লাইটার

পাওয়ার ব্যাঙ্ক

স্প্রে বোতল

২০২২ সালে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ব্যুরো নিষিদ্ধ সামগ্রীর তালিকায় যোগ করেছেন নারকেল। তা সত্ত্বেও এর সম্পর্কে যাত্রীরা একেবারেই অবগত নন। আর চেক-ইনে যে পরিমাণ ব্যাগ আটক হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে, অধিকাংশ যাত্রী নিষিদ্ধ সামগ্রীর তালিকা সম্পর্কে কিছুই জানেন না। আধিকারিকরা তাই বিমানবন্দর অথবা বিমান সংস্থার দেওয়া তালিকা ভাল ভাবে বোঝার জন্য যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Flight to UAE: সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে উড়ানে চাপার আগে দেখে নিন চেক-ইন লাগেজে নিষিদ্ধ সামগ্রীর তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল