টেস্কারকানা শহরের বাসিন্দা জেমস অডরিশ জানান, বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হয় মাছের বৃষ্টি! তবে শুধু মাছ একাই ছিল না, সঙ্গে ছিল ব্যাঙ, কাঁকড়াও। সেই সময় এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছিল! তখনই আচমকা কয়েক মিনিটের জন্য শুরু হয় মাছ-ব্যাঙ-এর বৃষ্টি! জেমস আরও জানান, '' আচমকা বিকট আওয়াজ শুনে জানলার কাছে যাই, তারপর যা দেখলাম তাতে চক্ষু চড়কগাছ! দেখি আকাশ থেকে মাছ পড়ছে!''
advertisement
টেস্কারকানা শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। টেস্কারকানা শহরের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বৃষ্টির ভিডিও শেয়ার করে লেখা হয়, '' এমন প্রাণীবৃষ্টি তখনই হয় যখন জলস্রোতের সঙ্গে কোনওভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের উপরে উঠে যায়। তারপর বৃষ্টির সময় বৃষ্টির সঙ্গে তারা মাটিতে পড়তে শুরু করে। এমন ঘটনা অত্যান্ত বিরল হলেও, টেস্কারকানার বিভিন্ন জায়গায় প্রাণী বৃষ্টি হয়েছে।''
দেখুন সেই অদ্ভুত ঘটনার ভিডিও--
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বিদ্যুত চমকানোর আওয়াজ শুনে দরজা খুলি, তখন মুশলধারে বৃষ্টি পড়ছে! আচমকাই দেখি আকাশ থেকে একটা মাছ এসে মাটিতে পড়ল! প্রথমে বুঝতে পারিনি কী হচ্ছে, তারপর দেখি আশাপাশেও নানা আকারের মাছ পড়ছে আকাশ থেকে! অবাক হয়ে গেলাম মাছের বৃষ্টি দেখে!''