TRENDING:

First Bangladeshi Film at Cannes: ইতিহাস গড়ল বাংলাদেশ, ‘রেহানা মরিয়ম নূর’ পা রাখল কান-এ

Last Updated:

এই চরিত্রটার জন্য ২০১৮ সালে অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলেন বাঁধন । নিশ্চিত হওয়ার পর ৯ মাস ধরে রিহার্সাল চলেছিল তাঁদের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: তৈরি হল ইতিহাস । বাংলাদেশ থেকে প্রথম বাংলা ছবি এ বার পাড়ি দিল ‘কান চলচ্চিত্র উৎসব’-এ । ইতিহাস তৈরি করলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ মহম্মদ সাধ । এটি তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি । ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন । কান-এর Un Certain Regard বিভাগে এই ছবি জায়গা করে নিয়েছে ।এই বিভাগে সারা বিশ্বের নন-ট্র্যাডিশনাল বিভিন্ন ছবিকে পুরষ্কৃত করা হয় ।
advertisement

‘রেহানা মরিয়ম নূর’-এর গোটা গল্পটাই রেহানাকে নিযে । যিনি মেডিক্যাল কলেজের একজন অধ্যাপিকা । পেশায় চিকিৎসক । পাশাপাশি তিনি একজন শিক্ষিকা ও একজন মা-ও বটে । হঠাৎ তাঁর জীবনে একটা বড় পরিবর্তন আসে তাঁরই কলেজের এক ছাত্রীর হাত ধরে । সেই ছাত্রীর জীবনে এমন একটা ঘটনা ঘটে যে তার সঙ্গে জড়িয়ে যান রেহানা । গোটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে গর্জে ওঠেন তিনি । লড়াইয়ের মাঠে নামেন । এই নিয়েই এগিয়ে চলের গল্পের পথ ।

advertisement

মহম্মদ সাধের পরিচালিত দ্বিতীয় ছবি এটি । প্রথমটি ২০১৬ সালের ‘লিভ ফ্রম ঢাকা’ । সেই ছবিতেও আজমেরি হক বাঁধন ছিলেন মুখ্য ভূমিকায় । এ ছাড়াও ছিলেন আফিয়া জাহিন, কাজি শামি হাসান, তুহীন তাজিমবল প্রমূখ । ছবিটির জন্য সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন সাধ ।

তবে রেহানার চরিত্রে কাজ করাটা বাঁধনের পক্ষে মোটেই সহজ ছিল না । তিনি নিজেই সে কথা জানিয়েছেন । তিনি বলেন, ‘সাধের জন্যই সবটা সম্ভব হয়েছে । তিনি বুঝতে পেরেছিলেন আমি রেহানা হয়ে উঠতে পারব, কারণ আমার জীবনেও প্রচুর লড়াই এসেছে ।’’ এই চরিত্রটার জন্য ২০১৮ সালে অডিশন দিয়ে নির্বাচিত হয়েছিলেন বাঁধন । তারপরের ২ মাস সাধ শুধুই তাঁকে পর্যবেক্ষণ করতেন যে, তিনি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন কিনা । এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ৯ মাস ধরে রিহার্সাল চলেছিল তাঁদের ।

advertisement

সব পরিশ্রম সফল হয়েছে এ দিনের সুখবরে । বাঁধন বললেন, ‘‘সাধ যখন আমায় ফোন করেন, আমি তখনও বিশ্বাস করিনি । আমি কেঁদে ফেলেছিলাম । এমনকি এখনও আমার চোখে আনন্দাশ্রু আসছে । এটা শুধু আমাদের ছবির নয়, গোটা বাংলাদেশের কাছেই গর্বের সময় । আমাদের দেশ আর দেশের সিনেমা দুনিয়ায় একটা ইতিহাস তৈরি হল । এই অপূর্ব টিমটার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগে প্রয়াত তারিক মাসুদের ছবি ‘মাটির ময়না’ কান-এর Director's Fortnight বিভাগে গিয়েছিল । ২০০২ সালে । FIPRESCI award পেয়েছিল । Un Certain Regard বিভাগে শেষ বাংলা ছবি গিয়েছিল সন্দীপ রায়ের ‘উত্তরণ’ ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
First Bangladeshi Film at Cannes: ইতিহাস গড়ল বাংলাদেশ, ‘রেহানা মরিয়ম নূর’ পা রাখল কান-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল