TRENDING:

মেয়ের বাবা হলেন ফাওয়াদ

Last Updated:

স্ত্রী সাদাফ গত ১ অক্টোবর লাহোরের হামিদ লতিফ হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: সাম্প্রতিক কালে যে সমস্ত পাকিস্তানী অভিনেতা এদেশে এসে নজর কেড়েছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে এগিয়ে থাকবেন একজনই ৷ তিনি ফাওয়াদ খান ৷ তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এদেশে এখন দিন দিন বেড়েই চলেছে ৷ উরিতে জঙ্গি হামলার পর ভারত-পাক দু’দেশের সম্পর্ক এখন তলানিতে এসেছে ঠেকেছে ৷ এর প্রভাব পড়েছে দু’দেশের ফিল্ম ও সাংস্কৃতিক জগতেও ৷ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন ভারতে ‘নিষিদ্ধ’ পাকিস্তানি নায়ক-নায়িকা এবং গায়করা ৷ এর জন্য প্রায় গোপনেই এদেশ ছেড়ে কিছুদিন আগে পাকিস্তান ফিরে গিয়েছেন ফাওয়াদ-সহ অন্যান্য পাক অভিনেতারা ৷ কিন্তু দেশে ফিরেই একটা দারুণ সুখবর পেলেন ফাওয়াদ ৷ দ্বিতীয়বারের জন্য বাবা হলেন তিনি ৷ তাঁর স্ত্রী সাদাফ গত ১ অক্টোবর লাহোরের হামিদ লতিফ হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷
advertisement

হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দু’জনেই ভাল আছেন ৷আট বছর প্রেমের পর ২০০৫ সালে সাদাফকে বিয়ে করেন ফাওয়াদ। বিয়ের পাঁচ বছর পরই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন সাদাফ ৷ এবার কন্যাসন্তানের বাবা হলেন ফাওয়াদ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়চণ্ডী পাহাড়ের কোলে 'রণচণ্ডী' মূর্তি! পুরুলিয়ার ঘরে ঘরে 'দুর্গা' তৈরিতে অভাবনীয় কৌশল
আরও দেখুন

আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে করণ জোহারের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ’ ৷ এই ছবি নিয়ে এমনিতেই উৎসাহ চরমে ৷ তার কারণ একটা অবশ্যই ফাওয়াদ ৷ রণবীর কাপুর, অনুষ্কা শর্মা এবং ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তিনিও রয়েছেন এই ছবিতে ৷ ভারত-পাক সম্পর্কের অবনতির পর এই ছবি নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ ফাওয়াদের দৃশ্যগুলি ছবি থেকে সরিয়ে দেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে ৷  এখন দেখার ছবিটি মুক্তি পাওয়ার পর এদেশে কী প্রতিক্রিয়া হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মেয়ের বাবা হলেন ফাওয়াদ